আজ প্রখ্যাত কণ্ঠশিল্পী জীনাত রেহানার জন্মদিন

03 Jul 2023, 01:38 PM জন্মদিন শেয়ার:
আজ প্রখ্যাত কণ্ঠশিল্পী জীনাত রেহানার জন্মদিন

৩ জুলাই দেশবরেণ্য কণ্ঠশিল্পী জীনাত রেহানার জন্মদিন। জীনাত রেহানা গত শতকের ছয়ের দশক থেকে সংগীতের সঙ্গে যুক্ত রয়েছেন। মা জেব-উন-নেসা জামাল ছিলেন লেখক ও গীতিকার আর তাঁর খালা আঞ্জুমান আরা বেগম কণ্ঠশিল্পী।

১৯৬৪ খ্রিষ্টাব্দে বেতার ও ১৯৬৫ খ্রিষ্টাব্দে টেলিভিশনের শিল্পী হিসেবে গান গাইতে শুরু করেন জীনাত রেহানা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘসময় কাজ করার কারণে মাঝে তিনি কম গান গাইলেও বর্তমানে আবার নিয়মিত গান করছেন। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি করছেন ছোটোদের জন্যে গান। শিশুতোষ গান করেছেন তিনি মা’র লেখা বই ‘জাদুর পেন্সিল’ থেকে। গানের প্রতি তাঁর আগ্রহ কখনই কমবে না বলে মনে করেন এ শিল্পী। গুণী এই শিল্পীর জন্মদিনে আনন্দভুবন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।