পাখিদের মধ্যেও বিচ্ছেদ হয়

10 Jul 2023, 02:40 PM খবর শেয়ার:
পাখিদের মধ্যেও বিচ্ছেদ হয়

সম্পর্কের মধ্যে বোঝাপড়া না হলে, একের অপরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, বিশ্বাস না থাকলে অনেক দম্পতিই আলাদা জীবন বেছে নেন। এটা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু পশু-পাখিদের মধ্যেও যে মানুষের মতো মান-অভিমানের পালা চলে, তাদের সম্পর্কের মধ্যেও যে ‘বিচ্ছেদ’ ঘটে এটা সম্প্রতি লক্ষ্য করেছেন গবেষকগণ। তারা বলছেন, এক সাথিতে অভ্যস্ত পাখিরাও মনুষ্য দম্পতির বিচ্ছেদের মতো একই কারণে সাথি বদল করে থাকে। দীর্ঘসময় আলাদা থাকা ও একাধিক যৌন সম্পর্কের কারণে পাখিদের মধ্যে বিচ্ছেদের ঘটনা ঘটে। পাখিদেরও সাথির কাছ থেকে বিচ্ছেদ নেওয়ার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। যৌনজীবনে অতৃপ্তি, আশপাশের পরিবেশ বা অন্য নানা কারণে অবসাদ থেকেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে থাকে।

এছাড়াও সাথির সঙ্গে অশ্লীল আচরণ, বহুগামী মনোভাব, পারিযায়ী পাখিদের একজায়গা থেকে অন্য আরেক জায়গার দূরত্বের কারণে এবং বয়সজনিত মৃত্যুর সঙ্গে বিচ্ছেদের পারস্পরিক সম্পর্ক রয়েছে বলে মনে করছেন গবেষকগণ।