দেশের প্রথম 'এআই' নিউজ প্রেজেন্টার 'অপরাজিতা'

20 Jul 2023, 04:10 PM খবর শেয়ার:
দেশের প্রথম 'এআই' নিউজ প্রেজেন্টার 'অপরাজিতা'

দেশে প্রথমবারের মতো চ্যানেল২৪ -এ সংবাদ উপস্থাপন করল কৃত্রিম বুদ্ধিমত্তার 'অপরাজিতা'। ১৯  জুলাই ২০২৩ বুধবার 

চ্যানেল ২৪ -এর সন্ধ্যা ৭টার বুলেটিনে যুক্ত হয়ে সংবাদ উপস্থাপন করে অপরাজিতা। সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স  বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে [এআই] কাজে লাগিয়ে সংবাদ উপস্থাপনার বিষয়টি লক্ষ্য করা যায়।  এই বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করিয়েছেন কুয়েত নিউজ। এরপর ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড [ওটিভি] কৃত্রিম বুদ্ধিমত্তা 'লিসা'কে দিয়ে সংবাদ পাঠ করিয়ে আলোড়ন সৃষ্টি করেছে। ইতোমধ্যে বাংলাদেশও কাজ শুরু করে দেন কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে সংবাদ পাঠ করানো যায়। এর সফলতাও আসে। এবার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স [এআই]  বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রেজেন্টারকে  দিয়ে সংবাদ উপস্থাপন করাল বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’। এই কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপকের নাম রাখা হয়েছে অপরাজিতা।