হিমির হিমশিম অবস্থা...

23 Jul 2023, 01:50 PM কাভার স্টার শেয়ার:
হিমির হিমশিম অবস্থা...

ছোটোপর্দার বর্তমান সময়ের প্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক, মডেলিং, সংগীত, নৃত্য সব মাধ্যমেই সরব পদচারণা তার। ২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় শুরু করেন হিমি। এরই মধ্যে নাটক আর বিজ্ঞাপনচিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। হিমি ভক্তদের জন্য আরো একটি সুখবরÑ এবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে গ্র্যাজুয়েট হলেন তিনি। এবারের প্রচ্ছদ প্রতিবেদনে হিমিকে নিয়ে বিস্তারিত লিখেছেন শহিদুল ইসলাম এমেল...


ছোটোপর্দার বর্তমান সময়ে প্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। ছেলেবেলা থেকেই নাচ, গান, চিত্রাঙ্কন ও আবৃত্তি শিখেছেন ‘ছায়ানট’ এবং ‘কচিকাঁচার মেলা’য়। তখন থেকেই বিটিভিতে শিশুশিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অভিনয়, নাচ, গান করতে দেখা গেছে তাকে। এরপর ২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’ কম্পিটিশনে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন। মডেল সার্চে চ্যাম্পিয়ন হওয়ার পর চ্যানেল আইতে ‘মহারানী’ নামে একটি সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান। এরপর থেকেই মূলত নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে শুরু করেন তিনি। হিমির প্রথম নাটক ‘অনাকাক্সিক্ষত সত্য’। নাটকটির শুটিং হয় পুবাইলে। ‘অনাকাক্সিক্ষত সত্য’ নাটকে অভিনয়ের অনুভূতি ছিল অন্যরকম। এর আগে ছোটোদের চরিত্র করতেন। নাটকটিতে অভিনয় করে একেবারে নায়িকা নায়িকা ফিলিংস পেয়েছিলেন তিনি। নাটকটিতে বিয়ের অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল, এই ব্যাপারগুলা খুব ভালো লেগেছিল তার। তখন থেকে প্রধান চরিত্রে কাজ করার ব্যাপারে আগ্রহী করে তোলেন নিজেকে। ছেলেবেলা থেকেই গান শিখেছেন। তাই একজন ভালো গায়িকা হতেও চেয়েছিলেন তিনি। তখন অভিনয়ের চেয়ে গানকেই বেশি প্রাধান্য দিতেন। পরে চিন্তা করে দেখলেন অভিনয়ের মাধ্যমে চরিত্র বুঝে সব কিছুই ফুটিয়ে তোলা যায়। চরিত্রের গভীরে যাওয়া যায়। সেটা গানে সম্ভব নয়। এসব কথা চিন্তা করেই তিনি সিরিয়াসলি অভিনয় করতে শুরু করেন। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। করে গেছেন একের পর এক নাটক। তবে এবার একটি নাটকের গানে কণ্ঠ দেন হিমি। নাটকের নাম ‘পরান-পাখি’। এবারের ঈদুল ফিতরের চাঁদরাতে ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে প্রচার হয় নাটকটি। এটি পরিচালনা করেন মাহিন আওলাদ। এতে জুটি বাঁধেন হিমি এবং নিলয়। নাটকটিতে প্রথমবারের মতো গান গাইলেন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকে তার সহশিল্পী নিলয় হলেও গানে কণ্ঠ মিলিয়েছেন আভরাল সাহির। ‘পরান পাখি’ শিরোনামে এই গানটির কথা লেখেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতায়োজন করেন আভরাল সাহির।

প্রথমবার গান গাওয়া নিয়ে হিমি বলেন, ‘ছেলেবেলা থেকে গান শিখলেও কখনো মূলধারায় গান গাওয়া হয়ে ওঠেনি। অভিনয়ের দিকেই মনোযোগ ছিল বেশি। তবে এবার পারিচালক মাহিন আওলাদ ভাই এমনভাবে অনুরোধ করলেন যে, গান গাইতেই হলো। গানটির কথা, সুর ও সংগীত অসাধারণ হয়েছে। আমি আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’

গেল ঈদের ত্রিশটির বেশি নাটকের শুটিং করতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থায় পড়তে হয়েছে হিমিকে। ঈদে প্রচারিত নাটক সম্পর্কে হিমির সঙ্গে মুঠোফোনে কথা ৪ জুলাই। হিমি তখন একটি নাটকের শুটিং করছিলেন। নাটকের নাম ‘মেড ইন বরিশাল’। হিমি বলেন, “ঈদের ছুটি শেষে ১ জুলাই থেকে আবার কাজ শুরু করেছি। ঈদের আগে সময় মেলাতে পারিনি, তাই নাটকের বাকি অংশের কাজের শুট করে দিচ্ছি। ঈদের প্রোগ্রাম যেহেতু এক সপ্তাহের বেশি সময়ব্যাপী চলে তাই ঈদের নাটক হিসেবেই এটি প্রচার হবে। ‘মেড ইন বরিশাল’ মূলত ঢাকা এবং বরিশালের গল্প নিয়ে তৈরি। নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। আমার কোআর্টিস্ট ছিল নিলয় আলমগীর, মনিরা মিঠু আন্টি, নীলা আন্টিসহ আরো অনেকে। এই নাটকে আমার চরিত্র হচ্ছে পুরান ঢাকার একটি মেয়ের। আমার বাবা-মা হচ্ছেন আব্দুল্লাহ রানা আর মুনিরা মিঠু আন্টি। নিলয় ভাইয়েরা হচ্ছে বরিশালের। নিলয় ভাইয়া কনভিন্স করতে চায় যে, বরিশালের মানুষজনও ভালো। এই কনভিন্স করার সূত্রে ফুল ফ্যামিলিকে বরিশাল নিয়ে যায়। বরিশালের কৃষ্টি-কালচারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বরিশাল শহর ঘুরে ঘুরে দেখানো হয়। এভাবে অনেক কিছু করার পর একসময় বলে যে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার পছন্দ না তাই আমি অন্য মেয়েকে বিয়ে করবো। আসলে নাটকের গল্পটা এরকম। তবে, শেষে একটা হ্যাপি এনডিং দিয়ে নাটকটি শেষ হয়। এটি একটি রম্য কমেডি এবং রোমান্টিক টাইপের নাটক।”

হিমির গত ঈদুল ফিতরে ২১টি নাটক প্রচারিত হয়। এবার ঈদুল আজহায় ২২টির মতো নাটকে অভিনয় করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬টি নাটক প্রচারিত হয়েছে বিভিন্ন চ্যানেলে। হিমি বলেন, ‘কাজের আউটপুট খুবই ভালো পাচ্ছি। মানুষের ফিডব্যাকও ভালো পাচ্ছি। ভালো লাগছে এই ভেবে যে, কষ্ট করে ঈদের আগে এতগুলো কাজ করেছি। আসলে একসঙ্গে এত নাটকে অভিনয় করা অনেক চাপ পড়ে যায়। তারপরেও যখন দেখছি দর্শক আমার নাটক আগ্রহ নিয়ে দেখছে এবং ভালো বলছে তখন কিন্তু সেই কষ্ট আর মনে থাকছে না। দর্শকদের ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।’

এবার ঈদে পছন্দের কাজ কোনটি জানতে চাইলে বলেন, “আমার ‘মেড ইন বরিশাল’ ভালো লেগেছে কিন্তু এটা যেহেতু রিলিজ হয়নি তাই মানুষের প্রতিক্রিয়া এখনো জানি না। তবে প্রচারিত নাটকের মধ্যে সবার মুখে শুনতে পাচ্ছি এবার ঈদে ‘জামাই শ্বশুরের কুরবানী’ নামে একটি নাটক করেছিলাম। ওই নাটকটি ভালো লেগেছে এবং দর্শকও দেখে খুব প্রশংসা করেছে। ৪ জলাই আরো একটি নাটক প্রচারিত হয় ‘লাভ ইউ ম্যাডাম’। ওইটার ফিডব্যাকও খুব ভালো পাচ্ছি। আর কিছু সময় গেলে এবং মানুষের কমেন্ট দেখে বুঝতে পারবো নাটকটি কেমন হয়েছে। আমি নাটকটি এখনো দেখিনি। দেখলেই বুঝতে পারব সব মিলিয়ে নাটকটি কেমন হয়েছে।”

নিলয়ের সঙ্গে জুটিবেঁধে এর আগে বহু সিঙ্গেল নাটকে কাজ করলেও ‘পরান-পাখি’ নামে একটি ওয়েব ফিকশনে প্রথম কাজ করেছেন হিমি। নাটকটির গল্প এবং নির্মাণ করেছেন মাহিন আওলাদ, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। এতে পরান চরিত্রে নিলয় এবং পাখি চরিত্রে হিমি অভিনয় করেছেন। এটি এবারের ঈদুল ফিতরে প্রচারিত হয়েছে। হিমি বলেন, ‘পরান-পাখি’ নাটকটি নিয়ে আমি দারুণ আশাবাদী ছিলাম। আশা করেছিলাম ভালো কিছু হবে। হয়েছেও তাই।

ধ্রুব মিউিজিক স্টেশনের ব্যানারে নির্মিত এ নাটকটি ‘ধ্রুব টিভি’ ইউটিউব চ্যানেলে ঈদুল ফিতরে প্রচারিত হয়।

শুধু নাটকেই নয়, বিজ্ঞাপনচিত্রেও আলাদা একটা চাহিদা রয়েছে হিমির। তার অসংখ্য ভক্ত-দর্শকের পাশাপাশি নির্মাতাদের কাছেও নির্ভরযোগ্য একটা আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন এ অভিনেত্রী। তিনি প্রতিনিয়ত নতুন নতুন চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।

এবার ঈদ কেমন কাটলো জানতে চাইলে বলেন, ‘আমার ভাই দেশের বাইরে থাকে। এবার ঈদ করতে দেশে এসেছে। তাই আনন্দটা একটু বেশি। বাসায় সময় দেওয়ার পাশাপাশি এবার ঈদে আত্মীয়-স্বজনদের বাসায় বেশি যাওয়া হয়েছে। সন্ধ্যার পরে ফ্রেন্ডের সঙ্গে বের হয়েছি। ওই আগের মতোই নরমাল জিনিসগুলোই আর কি। সবসময় যেভাবে ঈদ পালন করেছি এবারও সেম জিনিসগুলো করার চেষ্টা করেছি। এবার অনেক বেশি খাওয়া দাওয়া হয়েছে। যেটা সবসময় করা হয় না। দেখা যায় যে, একটা কাজের মধ্যে থাকলে তখন ডায়েট মেনটেন করা হয়। এবারের ঈদে ওই জিনিসগুলো করা হয় নাই। এবার যেহেতু আমার ভাই বিদেশ থেকে এসেছিল তাই অনেক দিনের জমে থাকা দাওয়াতগুলো খেতে হয়েছে। একদিনে দুই-তিনটি জায়গায় দাওয়াত খেতে যেতে হয়েছে। এভাবেই কখন ঈদ কেটে গেল বুঝতে পারিনি।’

কার সঙ্গে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ? ‘আসলে আমার সবার সঙ্গেই কাজ করতে ভালো লাগে। একদম নির্দিষ্ট করে কারো নাম বলছি না। আমার সবার সঙ্গেই কাজ করতে ভালো লাগে এবং আমি ভবিষ্যতে সবার সঙ্গেই কাজ করতে চাই।’

এবার ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মিলিয়ে দুই ঈদে হিমির ৩০টির বেশি নাটক প্রচার হয়েছে। এবারের ঈদুল আজহার নাটকগুলোতেও ভালো সাড়া পাচ্ছেন হিমি। তার অভিনীত ‘পরান পাখি’, ‘ফ্যামিলি ট্রাবল’, ‘মেজবানি ভালোবাসা’, ‘কোটি টাকার ডিপোজিট’, ‘লাভ ইউ ম্যাডাম’, ‘জামাই শ্বশুরের কোরবানী’, ‘তোমাকে ভেবে’, ‘শুভ বিবাহ’, ‘জামাই আতঙ্ক’ নাটকগুলো দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক শেষ করেছেন হিমি। সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৫৮ পেয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন জনপ্রিয় এই অভিনয়শিল্পী। ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার সমাবর্তন অনুষ্ঠিত হয়। তার মেধা এবং সাবলীল অভিনয় দিয়ে ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখবেন তার ভক্তদের এই প্রত্যাশা।