তারিনের জন্মদিন আজ

26 Jul 2023, 12:35 PM জন্মদিন শেয়ার:
তারিনের জন্মদিন আজ

অভিনেত্রী, মডেল, গায়িকা এবং উপস্থাপিকা তারিন আহমেদ ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৬ জুলাই নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তারিন ১৯৮৫ খ্রিষ্টাব্দে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ 'নতুন কুঁড়িতে' অভিনয়, নাচ এবং গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হন। তখন থেকেই তিনি শিশুশিল্পী হিসেবে ছোটোপর্দায় কাজ করতে শুরু করেন। তারিন 'সকাল সন্ধ্যা' ধারাবাহিক নাটকে প্রথম শিশুচরিত্রে অভিনয় করেন। এরপর ১৯৮৮ খ্রিষ্টাব্দে শহীদুল্লাহ কায়সারের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক 'সংশপ্তক'-এ অভিনয় করার পর তৌকির আহমেদের সঙ্গে 'কাঁঠাল বুড়ি' নাটকে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। যেটি ছিল স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত প্রথম নাটক। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো : 'এইসব দিনরাত্রি', 'সংশপ্তক', 'ফুল বাগানের সাপ', 'কথা ছিল অন্যরকম', 'ইউ টার্ন', 'মায়া', 'হারানো আকাশ', 'রাজকন্যা', 'অগ্নিবলাকা' ইত্যাদি। 

তারিন অভিনয় করেছেন বেশ কিছু টেলিফিল্মে ও কয়েকটি চলচ্ছিত্রেও। তিনি দু’টি ভারতীয় বাংলা চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। একটি চলচ্চিত্রে অভিনেত্রী শাবনূরের জন্যও কণ্ঠ দিয়েছেন তিনি। তারিন তার কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৬, ২০০৭ এবং ২০১২ খ্রিষ্টাব্দে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। তারিনের জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।