জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস

01 Aug 2023, 12:21 PM জন্মদিন শেয়ার:
জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস

টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র অভিনেত্রী এবং নির্মাতা অরুণা বিশ্বাসের জন্মদিন আজ। গত শতকের আটের দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস ১৯৬৭ খ্রিষ্টাব্দের ১ আগস্ট মানিকগঞ্জের ঘিওর থানার জাবরা গ্ৰামে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট যাত্রা ব্যক্তিত্ব অমলেন্দু বিশ্বাস ও জ্যোৎস্না বিশ্বাস দম্পতির কন্যা। অরুণা বিশ্বাসের অভিনয়জীবন শুরু আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘একটি বেতার’ নাটকের মাধ্যমে। এরপর নরেশ ভূঁইয়ার লেখায় ‘এখানেই জীবন’ নাটকে অভিনয় করেন তিনি। তারপর ১৯৮৬ খ্রিষ্টাব্দে নায়ক রাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রের রুপালি পর্দায় তার আভিষেক ঘটে। সিনেমাটি মুক্তি পায় ১৯৮৬ খ্রিষ্টাব্দের ৬ জুন। এতে তার বিপরীতে ছিলেন নায়ক বাপ্পারাজ। প্রথম সিনেমাতেই অরুণা বিশ্বাস এটিএম শামসুজ্জামান এবং শাবানা’র মতো গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পান। প্রথম সিনেমা দিয়েই অরুণা বিশ্বাস দর্শকের মন জয় করতে সক্ষম হন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে অভিনয় করেন- 'প্রেম শক্তি’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘মাটির কসম’, ‘জনম দুঃখী’, ‘সতীনের সংসার’, ‘দুর্নাম’, ‘সম্মান’, ‘কৈফিয়ত’, ‘দংশন’, ‘চরম আঘাত’, ‘বন্ধু বেঈমান’, ‘সাদী মোবারক’, ‘আবদার’,  ‘মিস্টার মাওলা’, ‘ত্যাগ’, ‘মায়ের দোয়া’, ‘হিংসার আগুন’, ‘অবুঝ সন্তান’সহ আরো অনেক দর্শকপ্রিয় সিনেমায়। এরপর কাজী নজরুল ইসলামের 'দোলনচাঁপা', রবীন্দ্রনাথ ঠাকুরের 'বনের পাপিয়া' ও 'দৃষ্টিদান' এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শিয়রে আঁকা ছবি', 'বড় দিদি' মঞ্চনাটকে অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি অরুণা বিশ্বাস নাটক প্রযোজনা ও নির্মাণে জড়িত আছেন। সর্বশেষ তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘ঠিকানা বত্রিশ’ খণ্ড চলচ্চিত্র নির্মাণ করেন যা বেশ প্রশংসিত হয়েছে। অরুণা বিশ্বাস ১৯৮৩ খ্রিষ্টাব্দে টাংগাইলের ভারতেশ্বরী হোমস থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইডেন কলেজে ভর্তি হন। একই কলেজ থেকে ১৯৮৫ খ্রিষ্টাব্দে উচ্চ মাধ্যমিক এবং ১৯৮৭ খ্রিষ্টাব্দে স্নাতক ডিগ্রি লাভ করেন। অরুণা বিশ্বাসের জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা...