এলোমেলো শাড়ির আঁচল ওড়ানো শিল্পী বেবী নাজনীন

23 Aug 2023, 02:02 PM জন্মদিন শেয়ার:
এলোমেলো শাড়ির আঁচল ওড়ানো শিল্পী বেবী নাজনীন

ব্ল্যাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন ১৯৬৫ খ্রিষ্টাব্দের ২৩ আগস্ট নীলফামারী জেলার সৈয়দপুরে জন্মগ্রহণ করেন। বেবী নাজনীন ১৯৮০ খ্রিষ্টাব্দে এহতেশাম পারিচালিত ‘লাগাম’ সিনেমায় গান গাওয়ার মাধ্যমে প্রথম প্লেব্যাকে আত্মপ্রকাশ করেন। টেলিভিশন, রেডিও, চলচ্চিত্র, কনসার্ট সব মাধ্যমেই দাপটের সঙ্গে গান করে এসেছেন তিনি। ১৯৮৭ খ্রিষ্টাব্দে মাকসুদ জামিল মিন্টুর সংগীত পরিচালনায় বেবীর প্রথম অ্যালবাম ‘পত্রমিতা’ বের হয়। এই অ্যালবামের মাধ্যমেই শ্রোতাপ্রিয়তা পান তিনি। এরপর ‘দুচোখে ঘুম আসে না’, ‘প্রেম করিলেও দায়’, ‘নিঃশব্দ সুর’, ‘কাল সারা রাত’, নামের অ্যালবামগুলো বের হয় বেবী নাজনীনের। বেবী নাজনীনের শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘ঘুম ভাঙ্গাইয়া গেলো রে মরার কোকিলে’, ‘কাল সারারাত ছিল স্বপনেরও রাত’, ‘পুবালি বাতাসে’, ‘কই গেলা নিঠুর বন্ধুরে সারা বাংলা খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তমি কই কইরে’ উল্লেখযোগ্য। বেবী নাজনীন ২০০৩ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ গায়িকা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। বেবী নাজনীনের জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।