‘১৯৭১ সেইসব দিন’ সিনেমা দেখে কাঁদলেন সুবর্ণা মুস্তাফা

24 Aug 2023, 02:18 PM মুভিমেলা শেয়ার:
‘১৯৭১ সেইসব দিন’ সিনেমা দেখে কাঁদলেন সুবর্ণা মুস্তাফা

মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’ প্রেক্ষাগৃহে দেখতে গিয়েছিলেন সুবর্ণা মুস্তাফা। তার সঙ্গে ছিলেন নির্মাতা বদরুল আনাম সৌদ, অভিনেতা ফেরদৌস, সাজু খাদেম, হৃদি হকসহ আরো কয়েকজন। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’ পরিচালনা করেছেন হৃদি হক। ২৩ আগস্ট বুধবার রাজধানীর একটি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখেছেন নন্দিত অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা।

ড. ইনামুল হকের গল্প ভাবনায় নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখে সুবর্ণা মুস্তাফার মতো অনেক দর্শকই কেঁদেছেন। প্রেক্ষাগৃহ থেকে সুবর্ণা মুস্তাফা বের হয়ে হৃদি হককে জড়িয়ে ধরে আবারো কাঁদেন সুবর্ণা মুস্তাফা। এসময় আবেগপ্রবণ হয়ে পড়েন দু’জনই। আবেগপ্রবণ কণ্ঠে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘হৃদি অসাধারণ একটি সিনেমা নির্মাণ করেছে। মুক্তিযুদ্ধকে গভীরভাবে তুলে ধরেছে। এখানে আবেগটা দুর্দান্তভাবে উঠে এসেছে। দর্শকদের সিনেমাটি কাঁদাবে, ভাবাবে ও মুক্তিযুদ্ধের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে।’

হৃদি হক বলেন, ‘সুবর্ণা মুস্তাফার আবেগ আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি অনেক খুশি।’ 

‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাটি ১৮ আগস্ট ২০২৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।