সামিনা চৌধুরী বুকের মধ্যখানে

28 Aug 2023, 01:15 PM জন্মদিন শেয়ার:
সামিনা চৌধুরী বুকের মধ্যখানে

নন্দিত কন্ঠশিল্পী সামিনা চৌধুরী ১৯৬৬ খ্রিষ্টাব্দের ২৮ আগস্ট দিনাজপুরে জন্মগ্ৰহণ করেন। তিনি মূলত আধুনিক, ক্লাসিক্যাল ও রবীন্দ্রসংগীতের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার উল্লেখযোগ্য গান ‘জন্ম থেকেই জ্বলছি মাগো’, ‘আমার বুকের মধ্যখানে’, ‘আমার দুই চোখে দুই নদী’, ‘একবার যদি কেউ’, ‘কবিতা পড়ার প্রহর’, ‘ফুল ফুটে ফুল ঝরে’। তিনি ২০০৫ খ্রিষ্টাব্দে এনটিভিতে প্রচারিত ‘ক্লোজআপ ওয়ান’ সংগীত প্রতিভা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি চ্যানেল আই-এর ‘ক্ষুদে গান রাজ’, মাছরাঙ্গা টেলিভিশনের ‘ভালবাসি বাংলাদেশ’-এর সম্মানিত বিচারকের দায়িত্বসহ বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন। সামিনা চৌধুরী বহু বাংলা চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। তিনি কাজের স্বীকৃতিস্বরূপ সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার [২০০৬], শ্রেষ্ঠ মহিলা কণ্ঠশিল্পী হিসেবে বাচসাস পুরস্কার [১৯৮৪] এবং শ্রেষ্ঠ গায়িকা [২০০৫] বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। তার বাবা সংগীত ব্যক্তিত্ব প্রয়াত মাহমুদুন্নবী, বোন সংগীতশিল্পী ফাহমিদা নবী ও ভাই পঞ্চম। সামিনা চৌধুরী ১৯৭৭ খ্রিষ্টাব্দে নতুন কুঁড়ি গানের প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করে প্রথম স্থান অর্জন করেন। সামিনা চৌধুরীর জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা