সালমান শাহ’র জন্মদিন আজ

19 Sep 2023, 01:22 PM জন্মদিন শেয়ার:
সালমান শাহ’র জন্মদিন আজ

বাংলা সিনেমার রাজপুত্র সালমান শাহ ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৯ সেপ্টেম্বর সিলেট শহরের দাড়িয়াপাড়াস্থ তার নানা বাড়ি আব এ হায়াত ভবনে জন্মগ্ৰহণ করেন। যা এখন সালমান শাহ ভবন হিসেবে পরিচিত। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। শালমান শাহ’র প্রকৃত নাম ‘চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন’। টেলিভিশন নাটক দিয়ে সালমান শাহ’র অভিনয়জীবন শুরু হলেও গত শতকের নয়ের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। ১৯৯৩ খ্রিষ্টাব্দে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সদ্য প্রয়াত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। ওই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। সালমান শাহ অভিনীত প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ বক্স অফিস হিট করে। সেইসময় জনপ্রিয় এই নায়ক সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সবক’টিই ছিল ব্যবসাসফল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার অন্তরে অন্তরে’, ‘সুজন সখি’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘মায়ের অধিকার’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘স্নেহ’, ‘বুকের ভিতর আগুন’। শালমান শাহ ১৯৯৬ খ্রিষ্টাব্দের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। সালমান শাহ’র জন্মদিনে আনন্দভুবন পরিবার তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।