লাইম লাইটে আসার জন্য অভিনয় করি না -পারসা ইভানা

26 Sep 2023, 03:43 PM আকাশলীনা শেয়ার:
লাইম লাইটে আসার জন্য অভিনয় করি না  -পারসা ইভানা

বর্তমান সময়ে টেলিভিশন নাটকের পরিচিত মুখ পারসা ইভানা। নাচের রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’ ২০১৪ চ্যাম্পিয়ন হওয়ার পর নাটকে অভিনয় করতে শুরু করেন পারসা ইভানা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে অল্প সময়ের মধ্যে বেশকিছু ভালো কাজ উপহার দিয়ে এরই মধ্যে ভক্ত-দর্শকের মন জয় করে নিয়েছেন। এবারের আকাশলীনা আয়োজনে পারসা ইভানাকে নিয়ে লিখেছেন শহিদুল ইসলাম এমেল...

চ্যানেল আই আয়োজিত নাচের রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’র মঞ্চ থেকে উঠে আসেন পারসা ইভানা। ২০১৪ খ্রিষ্টাব্দে নাচের এই রিয়েলিটি শো-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তারপর থেকেই দর্শকের নজরে আসেন ইভানা। এরপর অঞ্জন আইচের ‘পঞ্চমীর চাঁদ’ নাটকে পীর ফকিরের চরিত্রে অভিনয় করেন। এই নাটকটিতে সংলাপ ছাড়া শুধু এক্সপ্রেশন দিয়ে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এরপর থেকেই দর্শকের প্রশংসায় নিয়মিত একের পর এক নাটকে অভিনয় করতে থাকেন ইভানা। ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’, ‘ব্যাচেলর রমজান’, ‘দই’, ‘দুই দিন দুই রাত’, ‘মাল্টিপ্লাগ’, ‘যুক্তবর্ণ’, ‘তুমি আছো তাই’, ‘ইচ্ছেঘুড়ি’, ‘ব্যাচেলর কোরবানি’, ‘চড়ুই পাখির বাসা’, ‘ঘর থেকে পালিয়ে’, ‘সেপারেশন’, ‘এই শহরের পাখিগুলো একা’, ‘ফ্যালম্যান’, ‘ইচ্ছেঘুড়ি’, ‘ইটস লাভ’, ‘টিউনিং লাভার’, ‘বিদেশ’, ‘হোটেল রিল্যাক্স’, ‘কিডনি’সহ বেশ কিছু নাটক ও টেলিফিল্ম তাকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে এবং দর্শকদের দারুণ প্রশংসা কুড়িয়েছেন তরুণ এই অভিনয়শিল্পী।

গত ঈদে পারসা ইভানা অভিনীত ‘বিদেশ’ নাটকটি ইউটিউব ট্রেনিংয়ের শীর্ষে ছিল। ‘হোটেল রিল্যাক্স’ও বেশ সাড়া ফেলে। এরপর ‘কিডনি’। ‘কিডনি’ নাটকে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যায় তাকে। এই নাটকটিও ইভানার ভক্ত-দর্শকেরা দারুণ পছন্দ করেছেন। বর্তমানে বেশকিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

ইভানা মূলত নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী থেকে হঠাৎ করেই অভিনয়ে আসেন। চ্যানেল আই-এর রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’ চ্যাম্পিয়ন হওয়ার পর অল্প অল্প কাজ করেন ইভানা। এরপর ২০১৮ খ্রিষ্টাব্দে অভিনয়ের সঙ্গে পুরোপুরি যুক্ত হন তিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করার সুযোগ পান নাচ জানার কারণেই। নাচ জানেন এমন একজন অভিনয়শিল্পীর দরকার ছিল তাদের। নাচ জানার কারণে সেই সুযোগটা পেয়ে যান ইভানা। তার বাসার সবাই ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি দেখতেন। নাটকটি দেখে বাসার অনেকে বলত তুমি যদি নাটকটিতে অভিনয় করতে পারতে তাহলে ভালো হতো। সবাইকে অবাক করে দিয়ে তিনি সবার পছন্দের নাটকে অভিনয় করার সুযোগ পেয়ে যান। ইভানা বলেন, “আমার অভিনয় করা বাসার অনেকেই পছন্দ করলেও বাবা করতেন না। বাবা ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রচ- ভক্ত ছিলেন। তাই ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আমার অভিনয়ের সুযোগে বাবাও খুশি হন।”

গত কয়েক বছরে বেশকিছু নাটকে অভিনয় করেছেন ইভানা। তিনি বলেন, ‘লাইম লাইটে আসার জন্য আমি অভিনয় করি না। অভিনয় আমি ভালোবেসে করি। শুরু থেকে যতগুলো কাজ করেছি, একশত ভাগ মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। মাথায় কখনো এটা কাজ করেনি যে, আমার পরে যারা অভিনয়ে এসেছে তারা এগিয়ে যাচ্ছে। আমি কেন পারছি না। আমি আমার কাজ মনোযোগ দিয়ে করে যেতে চাই।’

ছবিতে অভিনয়ের অফার পেলে করবেন কি না জানতে চাইলে ইভানা বলেন, ‘শুরুর দিকে কমার্শিয়াল ছবির অফার এসেছিল। আমার কাছে গল্প এবং সবকিছু মিলিয়ে ভালো লাগেনি সেজন্য করিনি। আমি নাটকের প্রতিই বেশি আগ্রহী। তবে ভিন্নধর্মী গল্পের ছবিতে অফার পেলে করব।’

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে বলেন, ‘আমি আসলে খুব বেশি ভবিষ্যৎ পরিকল্পনা করি না। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করলে অনেক বেশি মানসিক চাপ পড়ে। আমি আসলে যে কাজগুলো পাই সেগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি। আমি মনে করি, কঠোর পরিশ্রম আর সততা যদি থাকে তাহলে ভবিষ্যতে ভালো কোনো জায়গা হবে।’

দর্শকের প্রতিক্রিয়া দারুণ উপভোগ করেন ইভানা। তিনি বলেন, ‘এখন ফেসবুক, ইউটিউবের সময়। অনেকেই আমার অভিনয় দেখে ইউটিউবে, ফেসবুকে প্রশংসা করে, কমেন্ট করে। সেগুলো যখন দেখি তখন খুব ভালো লাগে, অনুপ্রাণিত হই।’