৪ অক্টোবর শুরু হবে জরায়ু মুখ ক্যান্সারের টিকা

26 Sep 2023, 03:52 PM খবর শেয়ার:
৪ অক্টোবর শুরু হবে জরায়ু মুখ ক্যান্সারের টিকা

দেশে প্রতিবছর প্রায় আট হাজার নারীর জরায়ু মুখের ক্যান্সার শনাক্ত হচ্ছে। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে নতুন ও পুরনো রোগী মিলিয়ে বছরে প্রায় ৫ হাজার নারী এই রোগে মৃত্যুবরণ করছে। প্রাণঘাতী এই রোগ প্রতিরোধে আগামী ৪ অক্টোবর ২০২৩ থেকে টিকা দেওয়া শুরু করবে সরকার। ওইদিন রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। এর আওতায় ১০ থেকে ১৪ বছর বয়সী অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত মেয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ করে টিকা দেওয়া হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি [ইপিআই] এই কার্যক্রম পরিচালনা করবে। ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডা. এস এম আবদুল্লাহ মুরাদ বলেন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনেশন অ্যান্ড ইমিউনাইজেশনস [গ্যাভি] বাংলাদেশে ২৩ লাখ টাকা দিয়েছে। প্রথম ধাপে ঢাকা বিভাগের সব স্কুলের কিশোরীদের প্রায় ২০ লাখ টিকা দেওয়া হবে। আরো টিকা পাওয়া সাপেক্ষে আগামী বছরের এপ্রিলে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এবং পরে আগস্টে বাকি পাঁচটি বিভাগের টিকা দেওয়া হবে। এর আগে ২০১৬ খ্রিষ্টাব্দে সরকারিভাবে গাজীপুরে পাইলট প্রকল্পের মাধ্যমে ৩০ হাজারের মতো দশ বছর বয়সী মেয়েশিশুকে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দেওয়া হয়েছিল। ছয় মাসের মধ্যে দুই ডোজ টিকা দেওয়ার মাধ্যমে পাইলট প্রকল্পটি শেষ হয়ে গেলেও এইচপিভি টিকা কর্মসূচি আর বিস্তৃত হয়নি। এরপর ২০২১ খ্রিষ্টাব্দের ১২ মার্চ এই টিকার জন্য গ্যাভি বাংলাদেশ অনুমোদন দেয়। জরায়ু মুখের ক্যান্সারের ক্ষেত্রে বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০৩০ খ্রিষ্টাব্দের মধ্যে বাংলাদেশের ১৫ বছরের কম বয়সী মেয়েদের ৯০ শতাংশকে টিকার আওতায় আনাসহ ৩৫ থেকে ৪৫ বছর বয়সে অন্তত দুইবার স্ক্রিনিং বা পরীক্ষা এবং ৯০ শতাংশ নারীকে চিকিৎসার আওতায় আনার লক্ষ্য মাত্রা বেঁধে দিয়েছে।