সোফিয়া লরেনের সফল অস্ত্রোপচার

01 Oct 2023, 02:23 PM হলিউড শেয়ার:
সোফিয়া লরেনের সফল অস্ত্রোপচার

ইতালিয়ান অভিনেত্রী সোফিয়া লরেন ২৪ সেপ্টেম্বর, ২০২৩ রবিবার হঠাৎ করেই বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সুইজারল্যান্ডের জেনেভায় নিজ বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করাতে পরামর্শ দেন ৮৯ বছর বয়সী সোফিয়া লরেনকে।

সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী লরেনের শারীরিক অবস্থা সম্পর্কে এজেন্ট আন্দ্রেয়া জিউস্টি বলেন, ‘লরেনের হিপ ও উরুর বেশ কয়েকটি হাড়ে চিড় ধরেছে।’ আন্দ্রেয়া জিউস্টি আরো বলেন, ‘খুব ভালোভাবে সার্জারি সম্পন্ন হয়েছে। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে।’

লরেনের আরেক মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘সার্জারি বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। এখন তার বিশ্রামের দরকার। সবকিছু ঠিক হয়ে যাবে।’

১৯৫০ খ্রিষ্টাব্দে মুক্তি পায় সোফিয়া লরেন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আই অ্যাম ক্যাপাটাজ’। এরপর ‘সানফ্লাওয়ার’, ‘হাউসবোট’, ‘ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো’, ‘ম্যারেজ ইতালিয়ান স্টাইল’, ‘এল সিআইডি’, ‘দ্য ফল অব দ্য রোমান এম্পায়ার’, ‘ম্যান অব লা মাঞ্চা’, ‘দ্য কাসান্ড্রা ক্রসিং’, ‘এ স্পেশাল ডে’সহ বহু ছবি উপহার দিয়েছেন গুণী এ তারকা অভিনেত্রী।

১৯৬২ খ্রিষ্টাব্দে ভিত্তোরিও ডি সিকা পরিচালিত ‘টু উইমেন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য লরেন অস্কার লাভ করেন। ১৯৯১ খ্রিষ্টাব্দে অস্কারের আজীবন সম্মাননাও জানানো হয়ে থাকে।

১৯৩৪ খ্রিষ্টাব্দে ইতালিতে জন্মগ্ৰহণ করেন সোফিয়া লরেন। মাত্র ১৪ বছর বয়সে মডেল হিসেবে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। এরপর চলচ্চিত্র প্রযোজক কার্লো পন্টির সঙ্গে পরিচয় হওয়ার পর চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। সোফিয়া ১৫ বছর বয়সে ৩৭ বছর বয়সী কার্লো পন্টির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।