নাগেশ্বরীতে কবি রাধাপদ রায়ের ওপর হামলা

03 Oct 2023, 01:41 PM খবর শেয়ার:
নাগেশ্বরীতে কবি রাধাপদ রায়ের ওপর  হামলা

কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন কবি, গীতিকার ও শিল্পী রাধাপদ রায় [৮০]। তার বাড়ি উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারাপাড় বটতলা। বৃদ্ধ এই কবি গুরুতর আহত অবস্থায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তার ছেলে থানায় মামলা করেছেন।

জানা যায়, সাত মাস আগে রাধাপদ রায়ের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম কচুয়াপাড়ের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম ও কদুর রহমানের কোনো একটি বিষয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে মাঝেমধ্যেই কবিকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছিলেন তারা। ৩০ সেপ্টেম্বর ২০২৩ সকালে রাধাপদ রায় বাড়ির পাশের ডুবুরির ব্রিজের কাছে মাছ ধরতে গেলে তাকে মারধর করা হয়। আশপাশের লোকজন গুরুতর জখম অবস্থায় রাধাপদ রায়কে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।