‘হট সিট’-এ বসলে এখনো অন্য রকম এক অনুভূতি কাজ করে -রোমানা আমিন

16 Nov 2023, 01:26 PM সংবাদ উপস্থাপক শেয়ার:
‘হট সিট’-এ বসলে এখনো অন্য রকম এক অনুভূতি কাজ করে -রোমানা আমিন

টিভি সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে স্পষ্ট উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গি এবং দর্শকপ্রিয়তা বা জনপ্রিয়তার মাপকাঠিতে হাতে গোনা যে-ক’জন সংবাদ উপস্থাপক এগিয়ে আসছেন একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক রোমানা আমিন তাদের মধ্যে অন্যতম। দর্শকনন্দিত এই সংবাদ উপস্থাপকের বিস্তারিত আনন্দভুবনের পাঠকদের জন্য তুলে ধরা হলো...

একুশে টিভির সংবাদ উপস্থাপক রোমানা আমিন পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার তাগিদ অনুভব করেন ছেলেবেলা থেকেই। এমন অবস্থায় একদিন হঠাৎ করে পত্রিকায় জবস এওয়ানের সংবাদ উপস্থাপনা কোর্সের একটি বিজ্ঞপ্তি চোখে পড়ে। সঙ্গে সঙ্গে সেখানে ভর্তি হয়ে যান। কোর্স সম্পন্ন করে নিজের অদম্য ইচ্ছে শক্তি থেকেই সংবাদ পাঠিকা হিসেবে নিজেকে যুক্ত করেছেন তিনি।

রোমানা ২০১৩ খ্রিষ্টাব্দে এশিয়ান টিভি ও এশিয়ান রেডিওতে যোগদান করেন। এরপর সেখান থেকে ২০১৮ খ্রিষ্টাব্দে দেশটিভিতে চলে আসেন। সেখানে এক বছরের মতো কাজ করেছেন। দেশটিভি থেকে ২০১৯-এ যোগদান করেন একুশে টিভিতে। পাশাপাশি রেড়িও টুডে’তেও খবর পড়ছেন।

রোমানা আমিন ছেলেবেলা থেকেই সংস্কৃতিমনা ছিলেন। বেড়েও উঠেছেন সাংস্কৃতিক পরিমণ্ডলে। পড়াশোনার পাশাপাশি চেষ্টা করেছেন সংবাদ উপস্থাপনাকে পেশা হিসেবে কীভাবে নেওয়া যায়। এই চেষ্টা থেকেই তার সংবাদ উপস্থাপক হয়ে ওঠা।

সংবাদ উপস্থাপক হওয়ার পেছনে পরিবারের সহযোগিতা আছে কিনা জানতে চাইলে বলেন, ‘আসলে পরিবারের সাপোর্ট ছাড়া একা একা এতোদূর আসা সম্ভব ছিল না। যেকোনো কাজেই পরিবার সবার উপরে। আমার সংবাদ পাঠিকা হওয়ার পেছনে সবসময় পাশে থেকে আমাকে মানসিক সহযোগিতা করেছেন আমার হাসবেন্ড এ.কে আমিন। তার প্রতি আমি কৃতজ্ঞ।’

প্রথম সংবাদ পাঠের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘সে এক অন্য রকম অভিজ্ঞতা, যা আসলে বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করেন,  ‘হট সিট’-এ বসলে এখনও অন্য রকম এক অনুভূতি কাজ করে।’

রোমানা আমিন মনে করেন, সংবাদ উপস্থাপক হিসেবে সফল হতে হলে সবার আগে শুদ্ধ উচ্চারণ জানতে হবে। সুন্দর বাচনভঙ্গির অধিকারী হতে হবে। যেহেতু সংবাদ উপস্থাপকের মাধ্যমেই সবাইকে সংবাদটি প্রেজেন্ট করতে হয়। তাই একটা সংবাদকে যে উপস্থাপন করবেন তাকে অবশ্যই সেই সংবাদ সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে এবং সবসময় সংবাদের সঙ্গেই যুক্ত থাকতে হবে।

রোমানা আমিন সংবাদ উপস্থাপনার বাইরে একজন ফ্রি লান্সার মডেলও। সম্প্রতি একটা বেসরকারি ব্যাংকের টিভিসি অন-এয়ার হয়েছে তার। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন। পাশাপাশি একটি বিদেশি অফিসে চাকরি করছেন।

এখন যারা নতুন আসছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নতুনদের বলার মতো আমার একটাই কথা “যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে- হবেই হবে দেখা- হবে বিজয়ে”...। নতুনদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।’

সংবাদ উপস্থাপনা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘সংবাদ উপস্থাপনা যেহেতু নিজের অসম্ভব ইচ্ছে, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে করা, তাই আরো ভালো করে নিজেকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেভাবেই চেষ্টা চালিয়ে যাব। সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য সকলের দোয়া চাই।’

রোমানা আমিন তার কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তার মধ্যে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী সম্মাননা-২০২২, জয়িতা নারী উন্নয়ন সংগঠন পুরস্কার-২০২২, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ সম্মাননা-২০২২, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৩, এসআর মাল্টিমিডিয়া ও বাংলাদেশ ভূঁইয়া ফাউন্ডেশন উল্লেখযোগ্য।

রোমানা অবসর খুব কমই পান। পেলে সবার প্রথমে চেষ্টা করেন বাচ্চাদের সময় দেওয়ার। তার ছোটো ছোটো দুইজন বাচ্চা রয়েছে। সংসার, স্বামী, সন্তান সবকিছু সামলিয়ে ঘুমানোর সময়টাও কম পান। তাই অবসর পেলে একটু ঘুমানোর চেষ্টা করেন।  এছাড়া পরিবার, আত্মীয়সজন, বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে বসে ভরপুর খাওয়া-দাওয়া করেন।  অ্যাডভেঞ্চার ভীষণ পছন্দ করেন, কিন্তু ব্যস্ততার জন্য কোথাও যাওয়া হয়ে ওঠে না। এর জন্য তার মন মাঝে-মধ্যে খুব খারাপ থাকে।

ভালো লাগে সব কিছুই। সব ধরনের রং। যে পোশাক তাকে মানায়, অন্যদের চোখ জুড়িয়ে যায়, সেইসব তার ভালো লাগে। 

পছন্দের খাবার শুটকি ভর্তা, গরুর মাংস, ডিম। তবে সবচেয়ে বেশি পছন্দ করেন ভেজিটেবল আইটেম।

লেখা : শহিদুল ইসলাম এমেল