গ্রুপ থিয়েটার দিবস আজ

29 Nov 2023, 03:18 PM খবর শেয়ার:
গ্রুপ থিয়েটার দিবস আজ


বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন দিবস আজ। প্রতি বছর নানা আয়োজনের মধ্যে দিয়ে ২৯ নভেম্বর বাংলাদেশের নাট্যকর্মীরা উদযাপন করে গ্রুপ থিয়েটার দিবস’ হিসেবে। ১৯৮০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে নাট্য আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে গ্রুপ থিয়েটার ফেডারেশন।

এবছর ৪৩ বছর পূর্ণ করলো সংগঠনটি। জানা যায়নানা আয়োজনে আজ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিকেল ৪ টা থেকে শুরু হবে আয়োজন। ঢাকার অর্ধশতাধিক নাট্যদলের মধ্যে নতুন নাটকের পান্ডুলিপি বিতরণ দিয়ে শুরু হবে নাট্যনির্মাণপ্রশিক্ষক-নির্দেশক-অভিনেতা অভিনেত্রী-কলাকুশলীদের অংশগ্রহণে পরিচালিত হবে এই নাট্যনির্মাণ কার্যক্রম।

তারপর 'অবহেলায় মৃত্যু আর নয়স্লোগান নিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হবে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আয়োজনটি শেষ হবে।