১২ ব্যান্ড নিয়ে ‘ব্যান্ড ফেস্ট ২০২৩’

03 Dec 2023, 04:00 PM সারেগারে শেয়ার:
১২ ব্যান্ড নিয়ে ‘ব্যান্ড ফেস্ট ২০২৩’

প্রতি বছর ১ ডিসেম্বর ‘ব্যান্ড ফেস্ট’ অনুষ্ঠিত হয়। এবার একদিন পর ২ ডিসেম্বর শনিবার ১২টি ব্যান্ডদলের অংশগ্রহণে ‘ব্যান্ড ফেস্ট ২০২৩’ অনুষ্ঠিত হয় চ্যানেল আই প্রাঙ্গণে। যেটা গত বছর বড়ো আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর আর্মি স্টেডিয়ামে। 

এবারের ছোটো আয়োজনে পারফর্ম করে অবসকিওর, আর্ক, ভাইকিংস, চাইম, ব্ল্যাক, ম্যাকানিক, স্টোন, সাস্টেইন, এফ মাইনর, নাটাই, ব্রহ্মপুত্র এবং ব্যান্ড তরুণ। আরো পারফর্ম করেছেন মেহরীন এবং চ্যানেল আই সেরাকণ্ঠ ৭ম আসরের শিল্পীরা। এবারের আয়োজনের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন ইজাজ খান স্বপন। তিনি বলেন, “প্রায় এক দশক আগে প্রবাদপ্রতিম ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘ব্যান্ড ফেস্ট’। এরপর প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে ওঠে এই উৎসব।”

এবারের ‘ব্যান্ড ফেস্ট-২০২৩’  উপস্থাপনা করেন সাফি আহমেদ, মোনামি মেহনাজ ও দীপ্তি। উৎসবটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করে।