গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন যারা

09 Jan 2024, 04:24 PM হলিউড শেয়ার:
গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন যারা

৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হলো ৮১তম গোল্ডেন গ্লোব পুরস্কার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে জমকালো আয়োজনে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। রেড কার্পেট সেগমেন্টের মধ্যে দিয়ে শুরু হয় আয়োজনটি। এবারের অনুষ্ঠান উপস্থাপনা করেন স্ট্যান্ড আপ কমেডিয়ান-অভিনেতা জো কোয়। এবারের গোল্ডেন গ্লোব পুরস্কার আসরে সমালোচক ও দর্শকদের প্রত্যাশা অনুযায়ী একাধিক বিভাগে পুরস্কার জিতেছে গত বছরের আলোচিত সিনেমা ‘বার্বি’ ও ‘ওপেনহেইমার’।

৮১তম গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা সিনেমার [ড্রামা] খেতাব জিতেছে ‘ওপেনহেইমার’। এছাড়া বিভিন্ন বিভাগে যারা পুরস্কৃত হয়েছেন তারা হলেন-সেরা সহ-অভিনেত্রী [মোশন পিকচার] ডা’ভাইন জয় রান্ডলফ [দ্য হোল্ডওভার], সেরা সহ-অভিনেতা [মোশন পিকচার] রবার্ট ডাউনি জুনিয়র [ওপেনহেইমার], সেরা অভিনেত্রী [লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ বা টেলিভিশন মোশন পিকচার] আলি ওং [বিফ], সেরা অভিনেতা [লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ বা টেলিভিশন মোশন পিকচার] স্টিভেন ইয়ুন [বিফ], সেরা সহ-অভিনেতা [টেলিভিশন] এলিজাবেথ ডেবিকি [দ্য ক্রাউন], সেরা সহ-অভিনেতা [টেলিভিশন] ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন [সাকসেশন], সেরা চিত্রনাট্য [মোশন পিকচার] জাস্টিন ট্রিয়েট ও আর্থার হারারি [অ্যানাটমি অব এ ফল], সেরা টেলিভিশন অভিনেতা [মিউজিক্যাল/কমেডি] জেরেমি অ্যালেন হোয়াইট [দ্য বিয়ার], টেলিভিশনে সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান রিকি গারভাইস [রিকি গারভাইস : আর্মাগেডন], সেরা সিনেমা [নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ] অ্যানাটমি অব অ্যা ফল, সেরা টেলিভিশন অভিনেত্রী [মিউজিক্যাল/ কমেডি] আয়ো এদেবিরি [দ্য বিয়ার], সেরা টেলিভিশন অভিনেতা [ড্রামা] কাইরান কুলকিন [সাকসেশন], সেরা সিনেমা [অ্যানিমেটেড] দ্য বয় অ্যান্ড দ্য হেরন, সেরা পরিচালক [মোশন পিকচার] ক্রিস্টোফার নোলান [ওপেনহাইমার], সেরা অভিনেতা [মোশন পিকচার : মিউজিক্যাল/কমেডি] পল গিয়ামাট্টি [দ্য হোল্ডভারস], সেরা অভিনেত্রী [মোশন পিকচার : মিউজিক্যাল/কমেডি] এমা স্টোন [পুওর থিংস], সেরা অভিনেতা [মোশন পিকচার : ড্রামা] কিলিয়ান মারফি [ওপেনহেইমার], সেরা টেলিভিশন অভিনেত্রী সারাহ স্নুক [সাকসেশন], সেরা অভিনেত্রী [মোশন পিকচার : ড্রামা] লিলি গ্ল্যাডস্টোন [কিলার অব দ্য ফ্লাওয়ার মুন], সেরা স্কোর [মোশন পিকচার] লুডভিগ গোরানসন [ওপেনহেইমার], সেরা গান [মোশন পিকচার] হোয়াট আই ওয়াজ মেড ফর [বার্বি]।

এছাড়া সিনেমাটিক এবং বক্স অফিস অর্জন বিভাগেও পুরস্কার জিতেছে ‘বার্বি’। সেরা লিমিটেড সিরিজ [অ্যান্থোলজি সিরিজ বা টেলিভিশন মোশন পিকচার] বিফ, সেরা মিউজিক্যাল/কমেডি সিরিজ দ্য বিয়ার, সেরা ড্রামা সিরিজ সাকসেশন, সেরা সিনেমা [মিউজিক্যাল/কমেডি] পুওর থিংস পুরস্কার পেয়েছে।