শুভ জন্মদিন তিশা

20 Feb 2024, 01:14 PM জন্মদিন শেয়ার:
শুভ জন্মদিন তিশা

জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী তিশা ১৯৮২ খ্রিষ্টাব্দের ২০ ফেব্রুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তবে রাজশাহীতে জন্মগ্রহণ করলেও তিনি বেড়ে উঠেছেন ঢাকায়। নাটক এবং চলচ্চিত্র দুই জায়গাতেই তিনি সমান জনপ্রিয়। সাবলীল অভিনয়গুণেই তিনি তার এ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তিশা ১৯৯৫ খ্রিষ্টাব্দে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় প্রথম হন। টিভি নাটকের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু। যদিও গান দিয়ে শুরু হয়েছিল তার পথচলা। তিনিসহ রুমানা, নাফিজা ও কণা এই চারজন গঠন করেন ব্যান্ড দল অ্যাঞ্জেল ফোর। কিন্তু সে ব্যান্ড দলটি বেশিদূর এগোতে পারেনি। ১৯৯৮ খ্রিষ্টাব্দে ‘সাত প্রহরের কাব্য’ নাটক দিয়ে টেলিভিশনের পর্দায় অভিষেক হয় তার। নাটকটি রচনা করেন অনন্ত হীরা আর পরিচালনা করেন আহসান হাবীব। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। একের পর এক অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। তিশার উল্লেখযোগ্য নাটক- ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অরণ্যে জ্যোৎনা’, ‘পাইফ’, ‘এলোমেলো মন’, ‘মুনিরা মফস্বলে’, ‘ঈদের টিকেট’, ‘আরমান ভাই’, ‘আরমান ভাই কয়া পারছে’, ‘আরমান ভাই ফাইস্যা গেছে’, ‘আরমান ভাই বিরাট টেনশনে’, ‘আরমান ভাই দ্য জেন্টেলম্যান’। শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে তিনি ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অনবদ্য অভিনয় করে পুনরায় আলোচনায় এসেছেন। এর আগে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘অস্তিত্ব’, ‘ডুব’, ‘হালদা’ সিনেমায় অভিনয় করেন তিনি। তিনি কাজের স্বীকৃতি স্বরূপ দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নতুন কুঁড়ি পুরস্কার, একাধিকবার মেরিল-প্রথম আলো পুরস্কার, আরটিভি স্টার অ্যাওয়ার্ড, সিজেএফবি পুরস্কার, চ্যানেল আই পুরস্কার’সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তিশার জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।