মহাপ্রস্থানে সংগীতশিল্পী সাদি মহম্মদ

14 Mar 2024, 12:28 PM শ্রদ্ধাঞ্জলি শেয়ার:
মহাপ্রস্থানে সংগীতশিল্পী সাদি মহম্মদ

নিষ্ঠাবান রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ আর নেই। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ। তিনি জানান, সারাদিন ভালোই ছিলেন। তানপুরা নিয়ে সংগীত চর্চাও করেছেন। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ দেখেন অনেকক্ষণ ঘরের দরজা বন্ধ। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। এদিকে নৃত্যশিল্পী ও শিল্পীর পারিবারিক বন্ধু শামীম আরা নীপা বলেন, ওনার মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে চলে যান। মানসিকভাবে ভেঙে পড়েন। মা হারানোর বেদনা সম্ভবত তিনি নিতে পারেননি। বুধবার রোজাও রাখেন তিনি। ইফতারের পরই নীরবে না ফেরার দেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হচ্ছে। জানা যায়, সাদি মহম্মদের জানাজার নামাজ ১৪ মার্চ বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

সাদি মহম্মদ রবীন্দ্রসংগীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একজন সংগীতশিল্পী ও সুরকার। তার কণ্ঠে বহু রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার  আধুনিক গানের অ্যালবামও রয়েছে। এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ খ্রিষ্টাব্দে ‘চ্যানেল আই‘ তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে। ২০১৫ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমী থেকে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার। ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীনতাবিরোধী শক্তি তার বাবা সলিমউল্লাহকে হত্যা করে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। সাদি মহম্মদের ভাই শিবলী মহম্মদ বাংলাদেশের একজন গুণী নৃত্যশিল্পী।