চাইম ব্যান্ডের জনপ্রিয় শিল্পী খালিদ মৃত্যুবরণ করেছেন

19 Mar 2024, 12:58 PM শ্রদ্ধাঞ্জলি শেয়ার:
চাইম ব্যান্ডের জনপ্রিয় শিল্পী খালিদ মৃত্যুবরণ করেছেন

‘নাতিখাতি বেলা গেল’, ‘কালো মাইয়া’, ‘সরলতার প্রতিমা’ গানগুলো গেয়ে প্রজন্মের পর প্রজন্ম তিনি মাতিয়ে রেখেছিলেন। তার গাওয়া অনেক গান এখন মানুষের মুখে মুখে। সুরেলা কণ্ঠের জন্য বিখ্যাত চাইম ব্যান্ডের সেই কণ্ঠ খালিদ মৃত্যুবরণ করেছেন। ১৮ মার্চ ২০২৪ সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শিল্পীর দাফন হবে তার গ্রামের বাড়িতে। খালিদের মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজন ও সংগীতাঙ্গনের বর্ষীয়ান শব্দ প্রকৌশলী ঈশা খান দূরে। তিনি বলেন, খালিদ ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যায় ইন্তেকাল করেছেন।

খালিদের জন্ম গোপালগঞ্জে। গত শতকের আটের দশকের গোড়ার দিকেই সংগীতে তার অভিষেক হয়। এরপর আট এবং নয়ের দশকে সাফল্যের সঙ্গে গান করেছেন তিনি। মনোমুগ্ধকর কণ্ঠের এ শিল্পীর গাওয়া আরও গানের মধ্যে আছে ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’ ইত্যাদি।