জন্মদিন ১ ফেব্রুয়ারি

09 Feb 2021, 01:17 PM জন্মদিন শেয়ার:
জন্মদিন ১ ফেব্রুয়ারি

শোবিজ ও সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের জন্মদিন নিয়ে অনেকেরই আগ্রহ থাকে তুমুল। জন্মদিনে তারা কী করেন, কী খেতে ভালোবাসেন, কোথায় ঘুরতে যাবেন ইত্যাদি বিভিন্ন বিষয় জানতে পাঠকদের কৌতূহলী নানা প্রশ্ন ভিড় করে। তেমনি কয়েকজন তারকার জন্মদিন নিয়ে এবারের আয়োজন..


সোহেল রানা [২১ ফেব্রুয়ারি]

অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজক সোহেল রানা ২১ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ তিনি নায়িকা কোহিনূর আক্তার সুচন্দার সঙ্গে যৌথভাবে আজীবন সম্মাননায় ভ‚ষিত হন। এর আগে তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। জন্মদিন এলে ঘরোয়াভাবেই উদ্যাপন করেন। তবে ২০ বছর ধরে একজন ভক্ত তার প্রতিটি জন্মদিনে কেক উপহার দিয়ে থাকেন। সোহেল রানা বলেন, ভক্তদের কাছ থেকে এভাবে এখনো ভালোবাসা পেয়ে যাচ্ছি এটাই আমার জন্য বড়ো পাওয়া। তবে জন্মদিন এলে একটু দুঃখবোধ হয় যে, জীবন থেকে একটি বছর চলে গেল। আনন্দভুবনের পক্ষ থেকে সোহেল রানার জন্মদিনে শুভেচ্ছা।


শুভাশিস মজুমদার বাপ্পা [৫ ফেব্রুয়ারি]

সংগীতশিল্পী, গীতিকার এবং সুরকার বাপ্পা মজুমদার ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তরুণ ভক্তদের কাছে সমসাময়িক গান এবং অবাদ মেলামেশার কারণে তিনি বাপ্পাদা’ নামে পরিচিত। তার ব্যান্ড, ‘দলছুট’। তার বাবা সংগীতজ্ঞ ওস্তাদ বারীণ মজুমদার এবং মা ইলা মজুমদার। তার সংগীতের হাতেখড়ি পরিবারের কাছ থেকেই। পরবর্তীকালে, সংগীতজ্ঞ ওস্তাদ বারীণ মজুমদারের সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘মণিহার সংগীত একাডেমি’তে তিনি শাস্ত্রীয়সংগীতের ওপর পাঁচ বছর মেয়াদি একটি কোর্স সম্পন্ন করেন। বাপ্পার সংগীতজীবন শুরু হয় গিটারবাদক হিসেবে। কণ্ঠশিল্পী হিসেবে ১৯৯৫ সালে আত্মপ্রকাশ করেন। তার প্রথম অ্যালবাম ‘তখন ভোর বেলা’। আনন্দভুবন-এর পক্ষ থেকে বাপ্পা মজুমদারের জন্মদিনে শুভেচ্ছা।


প্রিয়াংকা গোপ [১১ ফেব্রুয়ারি]

সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ। গানের পাশাপাশি শিক্ষকতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১১ ফেব্রুয়ারি তার জন্মদিন। ঘরোয়াভাবেই এই দিনটি উদ্যাপন করেন প্রিয়াংকা গোপ। বাসায় সবাই কেক এবং ফুল নিয়ে আসে। তাদের সঙ্গেই মিলেমিশে জন্মদিন পালন করেন। স্মরণীয় জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, আমার ১০ বছরের সময় মা-বাবা সবাই মিলে অনুষ্ঠান করে জন্মদিন পালন করেছিলেন এটি একটি স্মরণীয় জন্মদিন। আর বিয়ের পর জন্মদিনে আমার স্বামী আমার গাওয়া একটি গান দৃশ্যায়ন করে আমাকে দেখিয়েছিলেন। সেদিন সবাই অনেক মজা করেছিলাম। এটা ছিল আমার জীবনের আরো একটি বিশেষ জন্মদিন। আনন্দভুবন-এর পক্ষ থেকে প্রিয়াংকা গোপের জন্মদিনে শুভেচ্ছা।


নুসরাত ইমরোজ তিশা [২০ ফেব্রুয়ারি]

অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা একাধারে চলচ্চিত্র এবং টিভিনাটকে অভিনয় করে যাচ্ছেন। ২০ ফেব্রæয়ারি তার জন্মদিন। ১৯৮৩ সালের এই দিনে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ২০০৩ সাল থেকে মডেলিং ও অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে নিয়মিত কাজ শুরু করেন। তবে, এখন চলচ্চিত্রের ব্যস্ততার কারণে টিভিনাটকে অভিনয় বেশ কমিয়ে দিয়েছেন। আনন্দভুবনের পক্ষ থেকে তার জন্মদিনে শুভেচ্ছা। 


ফেব্রুয়ারি [১ থেকে ১৫]

০১. খলিল

০২. প্রাণ রায়, অনন্যা লাবণী, হাসান আজিজুল হক

০৩. মার্ক রবিনসন

০৪. উর্মিলা, কাজী মারুফ

০৫. বাপ্পা মজুমদার, অভিষেক বচ্চন, ফয়জুল আলম পাপপু

০৬. নায়লা আজাদ নূপুর

০৮. জেমস ডিন, অহনা

০৯. দারাশিকো, আগুন, অমৃতা সিং

১১. আসাদ চৌধুরী, প্রিয়াঙ্কা গোপ, লারা লোটাস

১২. শওকত আলী, শাবজান

১৩. ফারজানা ব্রাউনিয়া, মফিদুল হক

১৪. শাফিন আহমেদ, রফিক আজাদ



ফেব্রুয়ারি [১৬ থেকে ২৮]

১৬. অলিভিয়া, নোভা

১৭. শম্পা রেজা

১৮. আন্দ্রে ব্রেতো

২০. তিশা, সজল

২১. সোহেল রানা, ফাল্গুনী হামিদ, ফকির আলমগীর

২২. ফরিদুর রেজা সাগর

২৩. পিসি সরকার, ফারহানা মিলি

২৪. তালাত মাহমুদ, খায়রুল আলম সবুজ

২৬. শেখ সাদী খান, শায়না

২৭. এলিজাবেথ টেলর

২৮. মনিরুজ্জামান মনির, শম্পা