বাংলাদেশের রকসংগীতের অন্যতম পথিকৃৎ ‘নগর বাউল’ খ্যাত জেমসকে নিয়ে আনন্দভুবন ৪ বর্ষ ৫ সংখ্যায় [১৬ জুলাই ১৯৯৯] প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শিরোনাম ছিল : ‘যার যার ধর্ম তার তার কাছে’। তাকে নিয়ে লেখা হয়েছে :
জাতি আজ দু’ভাগে বিভক্ত একদল জেমসের ভক্ত, আরেকদল জেমস-বিরোধী। জেমস নিরপেক্ষ একজন মানুষও বোধহয় নেই। একদল যখন বলছে, ‘জেমস বলো না, গুরু বলে ডাকো’-অন্যদল বলছে- ‘এহ ! লোকটা নোংরা, লোকটার মিউজিকও নোংরা।’ কারণটা খুব সহজÑ জেমস আর যাই হোক সাধারণের মধ্যে পড়েন না। আমরা এরকম কাউকে আগে দেখিনি। বাংলাদেশের লোকসংগীত কীরকম, তার মানুষরা কীরকম সে বিষয়ে আছে আমাদের সম্যক ধারণা। রক মিউজিক আর মিউজিশিয়ানদেরও আমরা চিনি। কিন্তু বাংলাদেশের নিজস্ব রক আর রকার, দুই নদীর মিলিত মোহনা, এমন এর আগে আছেন মাত্র একজন- আজম খান ...
লেখা : আদিত্য কবির, এরশাদুল হক টিংকু, কাজী উচ্ছল
চলতি সময়ে
জেমসকে গুরু বলে সম্বোধন করেন তার লক্ষ লক্ষ ভক্ত-অনুরাগীবৃন্দ। যদিও এ বিষয়টি নিয়ে জেমসের মধ্যে বাড়তি কোনো উচ্ছ্বাস কাজ করে না বলে বরাবরই বলে আসছেন তিনি। ভক্তদের অকৃত্রিম ভালোবাসাই তার একমাত্র অনুপ্রেরণা।
গত শতকের আটের দশক থেকে বাংলাদেশ মাতাচ্ছেন জেমস। দেশের গ-ি পেরিয়ে বিদেশের মাটিতেও রয়েছে তার অসামান্য জনপ্রিয়তা। তাই বরাবরই দেশ-বিদেশের কনসার্ট নিয়ে ব্যস্ত থেকেছেন তিনি। বিশেষ করে যেসব দেশে বাঙালি আছে, সেখানেই উচ্চারিত হয় জেমসের নাম, ফলে প্রায়ই ডাক আসে বিভিন্ন দেশ থেকে। যেমন যুক্তরাজ্যে মাঝে মাঝেই কনসার্ট করতে যান জেমস। দীর্ঘ ১০ বছর পর আবার গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্যে কনসার্ট করলেন নগর বাউল। ৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে এবং ১০ ডিসেম্বর বার্মিংহামের একটি কনসার্টে গাইলেন জেমস। দেশে ফেরার চার মাস না যেতেই আবার লন্ডন মাতাতে যাবেন তিনি। তবে এবারের কনসার্টটি ভিন্ন। আগের কনসার্টগুলো ইনডোর হলেও এবারই প্রথম লন্ডনের কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নেবেন জেমস। কনসার্টটি ইস্ট লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে ২৬ ও ২৭ মে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ উৎসব’-এ গাইবেন জেমস। এটি অনুষ্ঠিত হবে লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে।
জানা গেছে, উৎসবটির আয়োজন করছে নেক্সট স্টেজ ইভেন্ট। এতে জেমসের গান ছাড়াও যাত্রাপালা, বাংলাদেশি খাবারসহ নানা ব্যবস্থা থাকছে। কনসার্ট শেষ করে ২৯ মে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
লন্ডন থেকে দেশে ফিরে আগামী মাসে কানাডা যাবেন জেমস। সেখানে টরেন্টোর স্কারবোরোর মার্কহাম রোডের গ্লোবাল কিংডম মিনিস্ট্রিজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন তিনি। এর আগে ৩ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘দুই বাংলার মেলবন্ধন’ শিরোনামে একটি কনসার্ট করে এলেন জেমস। কনসার্টে তিনি ছাড়াও পারফর্ম করেছেন কলকাতার ব্যান্ড ‘ফসিলস’। সেখানে ‘কবিতা’, ‘বিজলী’, ‘মিরাবাঈ’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘তারায় তারায়’, ‘গুরু’, ‘ভিগি ভিগি’সহ বেশ কিছু গান পরিবেশন করেছেন জেমস। ঢাকার মধ্যে প্রতিটি কনসার্টে ৭ থেকে ৮ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন জেমস। ঢাকার বাইরে নেন ১২ থেকে ১৪ লক্ষ টাকা।
জেমসের পুরো নাম ফারুক মাহফুজ আনাম। মঞ্চে জেমস হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। তিনি ১৯৬৪ খ্রিষ্টাব্দের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন চট্টগ্রাম শহরে। তিনি রক ব্যান্ড ‘ফিলিংস’ [বর্তমানে নগর বাউল হিসেবে পরিচিত]-এর প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
লেখা : শহিদুল ইসলাম এমেল