শাকিব খান এখন এক ব্র্যান্ডের নাম

30 May 2024, 02:19 PM মুভিমেলা শেয়ার:
শাকিব খান  এখন এক ব্র্যান্ডের নাম

সুপারস্টার শাকিব খানকে নিয়ে আনন্দভুবনের ৫ বর্ষ ১৭ সংখ্যা [১৬ জানুয়ারি ২০০১]-সহ আরো কয়েকটি সংখ্যায় প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করা হয়। ১৬ জানুয়ারি ২০০১ সংখ্যার শিরোনাম ছিল ‘হ্যাল্লো শাকিব খান’। তার সম্পর্কে লেখা হয়েছে :

তিরিশ হাজার নিয়মিত দর্শক ভরা গ্যালারি। বিশাল জায়ান্ট স্ক্রিন। আমেরিকার চ্যানেল গাইড ও ব্রিটেনের স্কাই স্পোর্টস-এর দৌলতে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন চ্যাম্পিয়নশিপ এখন দারুণ আলোচিত। সেই সুবাদে জনপ্রিয় দ্য রক। পেশিবহুল শরীর, রমণীমোহন চেহারা আর ন্যায়ের পথে লড়াই তাকে দিয়েছে পিপলস চ্যাম্পিয়ন খেতাব। শাকিব খান রেসলার নন। তবে কোটি দর্শকের বিনোদন মাধ্যম চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেতে তাকে প্রায় রেসলারই হয়ে উঠতে হয়েছে। রিঙে বা স্ক্রিনে নয়, তিক্ত বাস্তবতার বিরুদ্ধেই তার নিত্য লড়াই। প্রায় ছয় ফুট দীর্ঘ শরীর, ব্যায়ামপুষ্ট রাইসেপ-ট্রাইসেপ আর পরিমিত অভিনয় দিয়ে মুম্বাইয়ের খানদের বিজয়োৎসবেই যেন সামিল হয়েছেন শাকিব খান। দ্য রকের আগমনী বার্তার মতো ঢালিউডে যার উত্থানের গন্ধ... ডু ইউ স্মেল হোয়াট শাকিব ইজ কুকিং... ঘ্রাণ কি পাচ্ছেন।

যা কে বলে তৈরি হয়ে আসা। আজিজ রেজা নৃত্য একাডেমি থেকে ক্লাসিকাল, বেঙ্গল টাইগার একাডেমি থেকে মার্শাল আর্ট প্রশিক্ষণ নেওয়া তরুণটির নাম মাসুদ রানা। ওই নামেই চুক্তিবদ্ধ হন ‘সবাই তো সুখী হতে চায়’ ছবিতে। দীর্ঘ সময় ধরে নির্মাণ চলতে থাকায় উদ্বিগ্ন তরুণটির মনে আশার সঞ্চার করেন পরিচালক সোহানুর রহমান সোহান। ইরিনের বিপরীতে কাস্ট করেন ‘অনন্ত ভালোবাসা’ ছবিতে। মুক্তিপ্রাপ্ত ছবিটি হিট না হলেও আকর্ষণীয় চেহারা, চমৎকার শরীর, নৃত্য আর অ্যাকশন মিলিয়ে দর্শকের নজরে পড়লেন শাকিব খান। বলে নেওয়া ভালো, পরিচালক সোহান তার মাসুদ রানা নামটি বদলে দিলেন।

শাকিব খান তো আর নায়িকা নন। কাজেই নায়কদের মতো তার উত্থান হলো ধীর গতিতে। যেমন দ্বিতীয় ছবি ‘দু’জন দু’জনার’-এর নায়িকা পপির সাথে তার প্রেমের গুজব তাকে এগিয়ে দিল বেশ। সবাই বললেনÑ আচ্ছা, এই ছেলেকে নিয়ে তাহলে পপি আর শাকিলের দ্বন্দ্ব ? তবে শাকিব মন খুলে প্রশংসা করেন পপির। তিনি যে একজন সুপারহিট নায়িকাÑ বুঝতে দেননি কোনোদিন। পপির সাথে জুটি বেঁধে ‘হীরা চুন্নি পান্না’ বড়ো হিট, মুক্তির প্রতীক্ষায় আছে বাদল খন্দকার পরিচালিত ‘বিশ্ববাটপার আর দুই তাফালিং’ ছবিতে মন্ত্রীকন্যা পপির প্রেমে পড়ে যান পুলিশ অফিসার শাকিব খান। ওয়াকিল আহমেদ পরিচালিত ‘কোটিপতি’ ছবিতে প্রতিশোধমূলক প্রেম করছেন পপির সঙ্গে। মায়ের অপমান ভোলার জন্য এই মেয়েটিকে তার বিয়ে করা চাই-ই চাই।

লেখা : সৈকত সালাহউদ্দিন।


চলতি সময়ে

এই মুহূর্তে বাংলা সিনেমার সবচেয়ে বড়ো ব্র্যান্ড নাম শাকিব খান। ঢালিউডের একমাত্র সুপারস্টার বলে মনে করা হয় তাকে। দুই দশক ধরে শাসন করছেন এই অভিনেতা। এই সময়ের মধ্যে অনেকে এসেছেন অনেকে চলে গেছেন। কিন্তু শাকিব খান আছেন বহাল তবিয়তে। ২৫ বছরের অভিনয় জীবন শাকিব খানের। এখনো প্রথম দিনগুলোর মতোই হিট ছবি বক্স অফিসে উপহার দিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই চিত্রনায়ক। তার অভিনীত সর্বশেষ সুপারহিট ছবি ছিল ‘প্রিয়তমা’। ঈদুল আজহায় মুক্তি পেয়ে সুপার-ডুপার হিট ব্যবসা করে ছবিটি। নিজের সমস্ত দুর্নাম বিতর্ক ষড়যন্ত্র পেছনে ফেলে নবজন্ম হয় শাকিব খানের। এবারের ঈদেও তার অভিনীত ‘রাজকুমার’ ছবিটি ঈদের সবগুলো ছবির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এখনো ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড়ো বাজির নাম শাকিব খান। ইতিহাসের লম্বা ঘোড়া হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেতা। সম্প্রতি তার অভিনীত ছবি ‘তুফান’-এর টিজার মুক্তি পেয়েছে। টিজার দুই বাংলায় সাড়া ফেলেছে। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে এই ছবিটি। কিন্তু তার আগেই ছবিটি নিয়ে ব্যাপক হইচই আলোচনা, কেমন ব্যবসা করবে তুফান আলফাআই এসভিএফ এবং চরকি প্রযোজিত ছবিটি নিয়ে ? বাণিজ্যসফল পরিচালক রায়হান রাফী পরিচালনা করেছেন ‘তুফান’ ছবিটি। আগামী ঈদে ছবিটি ব্যবসায় রেকর্ড স্থাপন করবে, এমন বিশ্বাস সাকিব ভক্তদের। হল মালিকরাও আশা করে আছেন নতুন একটি হিট ছবির দেখা পাবেন তারা। 

লেখা : মাহফুজুর রহমা