বার্গার খেয়ে বিশ্বরেকর্ড !

02 Jun 2024, 12:19 PM ভুবনবিচিত্রা শেয়ার:
বার্গার খেয়ে বিশ্বরেকর্ড !

ভোজন রসিকদের কাছে বার্গার একটি পছন্দের খাবার। বার্গার খেতে সকলেই কম বেশি পছন্দ করেন। তবে, ম্যাক ডোনাল্ড বার্গারপ্রেমীদের কাছে বেশ পছন্দ। আর ৭০ বছর বয়সী ডোনাল্ড গোর্স্কের কাছে ম্যাক ডোনাল্ড এতটাই পছন্দ যে, তিনি এই ৭০ বছর বয়স পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি বার্গার খেয়েছেন। ১৯৯৯ খ্রিষ্টাব্দে সবচেয়ে বেশি ম্যাক বার্গার খাওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন গোর্স্ক।

এখন তার বার্গার খাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ১২৮টিতে। এবারও বিশ্বের সবচেয়ে বেশি বার্গার খাওয়া ব্যক্তির তালিকায় ডোনাল্ডই প্রথম। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ডোনাল্ড গোর্স্ক ম্যাকডোনাল্ড ছাড়া অন্য কোনো বার্গার খাননি। মাত্র ২ বছর বয়সে তিনি প্রথম বার্গার খেয়েছিলেন। তখন থেকেই এর স্বাদ তার খুবই পছন্দ। প্রথম দিকে প্রতিদিন দু’টি করে বার্গার খেতেন ডোনাল্ড। সপ্তাহে যার সংখ্যা হতো ১৪টি। ১৯৭২ খ্রিষ্টাব্দ থেকে ডোনাল্ড প্রতিদিন ৯টি বার্গার খেতে শুরু করেন। ২০১১ খ্রিষ্টাব্দে ডোনাল্ডের খাওয়া বার্গারের সংখ্যা গিয়ে দাঁড়ায় ২৫ হাজারে।

ডোনাল্ড তার খাওয়া বার্গারের প্রতিটি রসিদসহ বাক্শো এবং পাউচগুলো সংরক্ষণ করেছেন। এমনকি ক্যালেন্ডারে প্রতিদিনের খাওয়া বার্গারের সংখ্যাও লিখে রাখতেন। মূলত এভাবেই তার খাওয়া বার্গারের সংখ্যাটি নির্ণয় করা হয়।

লেখা : ফাতেমা ইয়াসমিন