অবশেষে বিশ্বের ৬২ দেশের সঙ্গে সমন্বয় রেখে ৬ জুন, ২০২৪ আমাদের দেশেও পালিত হলো ‘ওয়ার্ল্ড গ্রিন রুফ ডে-২০২৪’। অনুষ্ঠানটির আয়োজন করে আরবান অ্যাগ্রিকালচার ফাউন্ডেশন। গন্যমান্য ব্যক্তি ও বাগানিদের আলোচনায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান।
বাগানি কানিজ চাঁপা বলেন, আমরা কÕজন বাগানি একত্র হয়ে দিবসটির সূচনা করতে পেরে গর্বিত। এবার ছোটো পরিসরে হলেও আগামী বছর বৃহত্তর পরিসরে Ôসবুজ ছাদ দিবসÕ পালন করার স্বপ্ন দেখছি আমরা।
অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিদের আলোচনায় ছিল সবুজ ছাদ-এর প্রয়োজনীয়তা ও বিশ্বপরিবেশ নিয়ে আলোচনা। এছাড়া বাঁধাবিহীন যেন আমরা ছাদ বাগান করা যায় এব্যাপারে বাংলাদেশ সরকার যেন ব্যবস্থা নেন, এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা।
সবশেষে সবুজের কাণ্ডারী মো. গোলাম হায়দারের প্রদান করা লিচু গাছের চারা সফল বাগানি মামুনুর রশিদের বাগানে রোপণ করার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে চা-জলখাবারের ব্যবস্থাও ছিল।
উদ্যোক্তরা স্বপ্ন দেখেন, একদিন দেশের সবকটি বাড়ির ছাদ হবে সবুজে সবুজে সবুজময়।
ঢাকাসহ জেলা শহর, উপজেলা এবং গ্রামগুলোও যাবে না বাদ।