পৃথিবীতে রেকর্ড করার জন্য মানুষ কত কিছুই না করছে। তবে এবার দীর্ঘতম রান্নার জন্য রেকর্ড গড়লেন আইরিশ শেফ অ্যালান ফিশার।
জাপানে বসবাসকারী অ্যালান ফিশার ইতোমধ্যে রান্না সংক্রান্ত দুইটি গিনেস ওয়াল্ড রেকর্ড গড়েছেন। ফিশার ম্যাটসুতে তার আইরিশ-থিমযুক্ত রেস্তোরাঁয় ১১৯ ঘণ্টা ৫৭ মিনিটের জন্য বিরতিহীনভাবে রান্না করেছেন। তার রান্নার সময়টি নাইজেরিয়ার আগের রেকর্ডধারী হিল্ডা বাসির ২৪ ঘণ্টারও বেশি সময়কে পরাজিত করেছে।
ফিশার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েন্ডি স্যান্ডনারের করা রেকর্ডকে ছাড়িয়ে দীর্ঘতম বেকিং ম্যারাথনের রেকর্ডও গড়েছেন বলে জানিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ফিশার মোট ৪৭ ঘণ্টা ২১ মিনিট বেক করেছেন। ইন্টারনেটে ফিশারের কৃতিত্বে বেশ মুগ্ধ হয়েছে। নেটিজেনরা এবং তারা বিভিন্ন রকম মন্তব্য করেছেন।
লেখা : ফাতেমা ইয়াসমিন