আজ ২৩ জুন ২০২৪ বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ে। দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন অভিনেত্রী। অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার একমাত্র মেয়ে সোনাক্ষী সিনহা। তাই বিয়ের জমকালো সাজে সাজানো হয়েছে তাদের বাড়ি 'রামায়'। এর আগে শনিবার বিয়ের আগের পুজো সম্পন্ন করেছেন তারা। মায়ের সঙ্গে সেই পুজোতে যোগ দিয়েছিলেন সোনাক্ষী। এদিকে বর জহিরের বাড়িও সুন্দরভাবে সাজানো হয়েছে। বিয়েকে কেন্দ্র করে একের পর এক ছবি এবং ভিডিও সামনে আসছে। আজ তাদের চার হাত একত্র হওয়ার দিন।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই জহির ইকবালের সঙ্গে প্রেম সোনাক্ষীর। এ নিয়ে সরাসরি কখনো কোনো কথা বলেননি অভিনেত্রী। তবে জহিরের সঙ্গে নানা পার্টি, রেস্তরাঁয় দেখা গিয়েছে তাকে।
আবার সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে ছবি পোস্ট করেছেন দুজন। লোকসভা ভোট শেষ হওয়ার পরপরই তাদের বিয়ের গুঞ্জন শোনা যায়। প্রথমে শোনা যাচ্ছিল, মেয়ের বিয়ে নিয়ে খুশি নন শত্রুঘ্ন সিনহা। তবে হবু জামাইয়ের সঙ্গে দেখা করে এই জল্পনাকে উড়িয়ে দেন তিনি।