এবারের ঈদুল আজহার ছুটিতে বেশ ক’টি খণ্ড নাটক দেখেছেন দর্শকরা। এর মধ্যে কয়েক খণ্ডের ধারাবাহিকও ছিল। ঈদের মধ্যেই শেষ হয়েছে সেগুলো। আজ থেকে শুরু হতে যাচ্ছে তিনটি টিভি চ্যানেলে তিনটি নতুন ধারাবাহিক নাটক।
বিটিভিতে ‘এক্কা-দোক্কা’
বাংলাদেশ টেলিভিশননে আজ থেকে প্রচারিত হবে আশরাফি মিঠু নির্মিত ধারাবাহিক নাটক ‘এক্কা-দোক্কা’ । জানা যায়, নাটকটি গুপী গাইন-বাঘা বাইনের আদলে নির্মিত। গল্পটা মূলত দুই বন্ধুকে নিয়ে আবর্তিত হয়েছে। ‘ভূতের’ দেওয়া বিশেষ জুতা পরে দেশ-দেশান্তর ঘুরে তারা হঠাৎ করে এসে পড়েছে আজব শহর ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে। সেখান থেকেই শুরু হয় তাদের জীবনযুদ্ধ এক্কা গায়েন আর দোক্কা বাদকের।
ধারাবাহিক এই নাটকটি সপ্তাহে তিন দিন প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন রওনক হাসান, জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ রানা, সাবরিনা প্রমিসহ আরো অনেকে। নির্দেশনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন আশরাফি মিঠু।
মাছরাঙা টেলিভিশনে ‘এমন যদি হতো’
আজ থেকে মাছরাঙ্গা টিভিতে প্রচার হবে ‘এমন যদি হতো’ ধারাবাহিক নাটক। জোভান, তৌসিফ, মিশু সাব্বির, কেয়া পায়েল, সামিরা খান মাহি, টয়া, শতাব্দী ওয়াদুদ, তানিয়া আহমেদসহ এক ঝাঁক তারকা নিয়ে ব্যাংককের পাতায়াতে নির্মিত হয়েছে ‘এমন যদি হতো’ ধারাবাহিক নাটকটি। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় এটি পরিচালনা করেছেন যৌথভাবে আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
দীপ্ত টিভিতে
‘ভালোবাসা ফিরে এল’
তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘আশ্ক ইয়েনিদেন’ -এর বাংলায় ডাবিং করা ‘ভালোবাসা ফিরে এলো’ ধারাবাহিকটি আজ থেকে দীপ্ত টিভিতে প্রচারে আসছে। প্রেম-ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েনের গল্পে এর কাহিনি আবর্তিত হয়েছে। সিরিয়ালটি প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও রাত ৯টায় দীপ্ত টিভিতে প্রচার হবে। এই তুর্কি ধারাবাহিকের গল্পে দেখা যাবে, সাগরের ত্রাস তেজী শেভকেতের মেয়ে যেইনেপ তার বাবার ভয়ে ভালোবাসার টানে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় যুক্তরাষ্ট্রে। সেখানে গর্ভে আসে অনাকাঙ্ক্ষিত সন্তান, যাকে পৃথিবীর বুকে আনতে অস্বীকৃতি জানায় তার প্রেমিক। শেষমেশ সব ছেড়ে আদরের সন্তানকে কোলে নিয়ে একাই নিজ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয় যেইনেপ।
তবে আসার পথে প্লেনে তার সঙ্গে পরিচয় হয় ইস্তানবুলের স্বনামধন্য শেকেরজিযাদে পরিবারের ছেলে ফাতিহর। পরিবারের নানা স্বপ্ন আর প্রত্যাশার বোঝা থেকে বাঁচার উপায় খুঁজতে থাকা ফাতিহ অনেকটা মরিয়া হয়েই এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসে যেইনেপকে। এখান থেকেই শুরু হয় যেইনেপ আর ফাতিহর গল্প।