সামাজিক যোগাযোগমাধ্যম তো বটেই মূলধারার সংবাদমাধ্যমেও সম্প্রতি তুমুল আলোচনার বিষয় হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও তার মা তাহমিদা বেগম। বিসিএস প্রশ্নপত্র ফাঁসের অন্যতম কুশীলব গাড়ি চালক আবেদ আলী ড. জিনাতুন নেসা তাহমিদা বেগমের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন যখন তিনি পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে এমন সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার করা হয় পিএসসির কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনকে। আর এবার এই প্রশ্নফাঁসকাণ্ডে জড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের মা ড. জিনাতুন নেসা তাহমিদা বেগমের নাম।
এই প্রশ্নফাঁসের ঘটনায় সবচেয়ে আলোচিত ব্যক্তি সৈয়দ আবেদ আলী। জানা যায়, আবেদ আলী ছিলেন সংগীতশিল্পী তাহসান খানের মা ড. জিনাতুন নেসা তাহমিদা বেগমের গাড়ির চালক । ৯ জুলাই বিভিন্ন মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এমপি ।
জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের মা ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম ২০০২ খ্রিষ্টাব্দের ৯ মে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন। তিনি দায়িত্ব নেওয়ার পরই ২৪তম (২০০২-২০০৩) বিসিএস পরীক্ষার সবচেয়ে বড়ো প্রশ্নফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এমনকি সেই পরীক্ষা বাতিলও করা হয়।
জানা যায়, ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসি'র চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালাতেন । ইকরাম আহমদ যখন চেয়ারম্যান ছিলেন তখন আবেদ বরখাস্ত হন। পরে তাকে চাকরিচ্যুতও করা হয়। জানা গেছে, প্রফেসর ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম ছিলেন ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন’ (পিএসসি'র) অষ্টম চেয়ারম্যান। ২০০২ খ্রিষ্টাব্দের ৯ মে তিনি পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং ২০০৭ খ্রিষ্টাব্দের ৭ মে পর্যন্ত এই পদে বহাল ছিলেন। মা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালে তাহসান বিসিএস পরীক্ষা দিয়ে প্রথম হন, পরে মৌখিক পরীক্ষায় অকৃতকার্য হন- এমন গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কি তাহসানও ফাঁস হয়ে যাওয়া প্রশ্ন হাতে পেয়ে বিসিএস পরীক্ষা দিয়েছিলেন?