সম্প্রতি খুব আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ে ও সন্তানের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। তবে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পাকাপাকিভাবে অভিনয়ে ফেরার কথা ভাবছেন মাহি। মাঝখানে শাকিব খানের সিনেমা ‘রাজকুমার’–এ নায়কের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন । এরপর অনেক দিন ধরে আবারও পর্দায় অনুপস্থিত মাহি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফটোশুটে গ্ল্যামারাসভাবে নিজেকে উপস্থাপন করছেন নায়িকা। অন্যদিকে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন নিয়মিত।
বড়োপর্দায় ফেরার মতো সিনেমা এখনো পাননি। পেলে নায়িকা হিসেবে, অভিনয়শিল্পী হিসেবে বড়োপর্দায় ফিরতে চান। তাই ভালো পরিচালক ও ভালো চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছেন তিনি।