ধর্ম যার যার, ভালোবাসা দু’জনার

28 Jul 2024, 01:08 PM বলিউড শেয়ার:
ধর্ম যার যার, ভালোবাসা দু’জনার

সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়ের পিঁড়িতে বসেছেন। বর দীর্ঘ দিনের প্রেমিক জহির ইকবাল। মুসলিম ছেলেকে বিয়ে করছেন বলে অনেকেই অনেক সমালোচনা করছেন। বিয়ের পর কি সোনাক্ষী ধর্ম বদলে ফেলবেন এমন কানাঘুষাও চলছে। সোনাক্ষীই যে প্রথম কোনো মুসলিমকে বিয়ে করলেন তা কিন্তু নয়। বলিউড পাড়ায় এরকম বিয়ে আগেও হয়েছে অনেক...


সোনাক্ষী-জহির ইকবাল

সাত বছর প্রেমের পর এবার পরিণতি পেল সোনাক্ষী-জহিরের প্রেম। ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’ অনুযায়ী বিয়ে হয়েছে তাদের। সোনাক্ষীকে ধর্ম পরিবর্তন করতে হবে না আগেই জানিয়েছিলেন অভিনেত্রীর শ্বশুর। জহিরের বাবা বলেন, ‘সোনাক্ষীর ধর্ম পরিবর্তন করতে হচ্ছে না, এই ব্যাপারে আমরা নিশ্চিত। বিয়ে হলো দুই হৃদয়ের মেলবন্ধন। এখানে ধর্মের কোনো বিষয় নেই। আমি মানবতায় বিশ্বাস করি। হিন্দুরা ভগবান বলেন আর মুসলিমরা বলেন আল্লাহ। কিন্তু, দিনের শেষে আমরা মানুষ। জহির ও সোনাক্ষীর জন্য আমার আশীর্বাদ রইল।’


স্বরা ভাস্কর-ফাহাদ আহমেদে

ভারতের সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদে ও বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়েতে আবদ্ধ হয়েছেন গত বছর। মার্চ মাসে সামাজিক বিয়েও সারেন স্বরা-ফাহাদ। সেই বছর সেপ্টেম্বরে জন্ম হয় কন্যা রাবিয়ার। তিনি অবশ্য সোনাক্ষীর বিয়ের খবর শুনে বেশ আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ভিন্ন ধর্মে বিয়ে করলে নাকি সন্তানের ধর্ম এবং সন্তানের নাম কী হবে, তা নিয়ে একটু পারিবারিক ঝামেলা পোহাতে হয়। তিনি নিজে তার ভুক্তভোগী। তাই আগেভাগেই সতর্ক করেছেন সোনাক্ষীকে।

শাহরুখ খান ও গৌরী খান

বলিউডের কোনো দম্পতিকে যদি ভালোবাসার আইডল মানা হয় তাহলে প্রথম সারিতেই থাকবেন বলিউড বাদশা শাহরুখ ও গৌরী খান। ৩০ বছর হতে চলল তাদের একসাথে পথচলা। শাহরুখ-গৌরীর প্রেমকাহিনি এখন অনেকেরই জানা। এমনকি তাদের দাম্পত্য জীবনের গল্প একাধিকবার অনুরাগীদের সামনে উঠে এসেছে। পাঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে গৌরী ও মুসলিম পরিবারের ছেলে শাহরুখ। তবে ধর্ম কোনোদিনই তাদের ভালোবাসায় বাধা হতে পারেনি। কিন্তু মুসলিম ছেলে শাহরুখের সঙ্গে বিয়েতে আপত্তি ছিল গৌরীর পরিবারের। তবে, সময়ের সঙ্গে তারাও মেনে নিয়েছে ভালোবাসার জয়।

আমির খান-রিনা দত্ত-কিরণ রাও

যুবক বয়সে ভালোবেসেই বিয়ে করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। প্রতিবেশী রিনা দত্তকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তবে, তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় একসময়। রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পরে ২০০৫ খ্রিষ্টাব্দে কিরণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। দু’বার বিয়ে ভেঙেছে আমির খানের। তবে দু’বারই হিন্দুধর্মের নারীকে বিয়ে করেছেন অভিনেতা।

আরবাজ খান- মালাইকা আরোরা

১৯৯৮ খ্রিষ্টাব্দে বিয়ে করেন বলিউড অভিনেতা আরবাজ খান আইটেম গার্লখ্যাত মালাইকা আরোরাকে। মালাইকা খ্রিষ্ট ধর্মাবলম্বী। ভালোবেসেই বিয়ে করেন তারা। বিয়ের আয়োজনটি তারা খ্রিষ্ট ধর্মের রীতিতে করেছিলেন। দু’জনের কাউকেই ধর্ম পরিবর্তন করতে হয়নি বিয়ের জন্যে। ২০০২ খ্রিষ্টাব্দে জন্ম নেয় তাদের ছেলে আরহান। ২০১৭ খ্রিষ্টাব্দে ১৯ বছরের দীর্ঘ দাম্পত্য ভেঙে যায় তাদের। বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আরবাজ এবং মালাইকা।

রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজার

২০০৩ খ্রিষ্টাব্দে ‘তুঝে মেরি কসম’ ছবিতে প্রথম আলাপ। ২০১২ খ্রিষ্টাব্দে মহাধূমধামে বিয়ে করেন রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজার। খ্রিষ্ট-ধর্মাবলম্বী জেনেলিয়া হিন্দু রীতিতে সাতপাক ঘুরেই বিয়ে করেন রিতেশকে। তাদের দুই সন্তান রয়েছে রাহিল এবং রিয়ান। পূজা ও বড়দিন দুটোই পালন করেন তারা।

সাইফ-কারিনা

২০১২ খ্রিষ্টাব্দের ১৬ অক্টোবর কারিনা কাপুর আইনি মতে বিয়ে করেন সাইফ আলি খানকে। সেদিন সকালে বাড়িতেই সাদামাটাভাবে বিয়ের আয়োজন করা হয়। পরে দিল্লিতে সাইফের মা শর্মিলা ঠাকুর একটি রিসেপশন পার্টির আয়োজন করেন নবদম্পতির জন্যে। পাঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে কারিনার সঙ্গে সাইফের বিয়েতে ধর্ম তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। 

লেখা : ফাতেমা ইয়াসমিন