বাংলা সিনেমার গৌরব ববিতা আজ তার জন্মদিন

30 Jul 2024, 02:26 PM জন্মদিন শেয়ার:
বাংলা সিনেমার গৌরব ববিতা   আজ তার জন্মদিন

বাংলা বছর গণনার হিসেবে শ্রাবণের বৃষ্টি ভেজা একদিনে জন্মেছিলেন সত্যজিৎ রায়ের ঢাকার নায়িকা ববিতা খ্রিষ্টাব্দ গণনায় ৩০ জুলাই ১৯৫৩। মহান ভাষা আন্দোলনের পরের বছর ববিতা জন্মেছিলেন বাগেরহাটে। পারিবারিক নাম ফরিদা আক্তার পপি। তার চলচ্চিত্রে আসার পেছনে বড়ো বোন সুচন্দার উৎসাহ ও অনুপ্রেরণা ছিল। সুচন্দা অভিনীত জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার অভিষেক হয় ১৯৬৮ খ্রিষ্টাব্দে।

তার পর এগিয়ে যায় তার বর্ণাঢ্য চলচ্চিত্রজীবন। ‘টাকা আনা পাই’, ‘স্বরলিপি’, ‘লাঠিয়াল’, ‘সূর্যগ্রহণ’, ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘গোলাপী এখন ঢাকায়’, ‘কি যে করি’, ‘এক মুঠো ভাত’, ‘অনন্ত প্রেম’, ‘বসুন্ধরা’, ‘পোকামাকড়ের ঘর বসতি’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘এখনো অনেক রাত’,‘হাছন রাজা’, ‘চার সতীনের ঘর’ ‘মায়ের অধিকার’, ‘জীবন সংসার’, ‘দীপু নাম্বার টু’, ‘প্রাণের চেয়ে প্রিয়’ এমন অনেক সিনেমায় তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে।

রূপালি পর্দায় ববিতাকে দেখে অনেক নারী উজ্জীবিত হয়েছেন। জীবনকে নতুন করে চিনতে শিখেছেন। তার অভিনয় প্রভাব ফেলেছিল বহু মানুষের মনে। তখনকার দিনে বাংলা সিনেমাকে এ দেশের মানুষ করে নিয়েছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ। সিনেমার কথা উঠলেই প্রিয় নায়িকা ববিতার নামটিও উঠে আসে। দেশীয় সিনেমাকে ইন্ডাস্ট্রির পর্যায়ে নিয়ে যেতে যাদের অবদান স্বীকৃত, ববিতা তাদের অন্যতম। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করেছিলেন ববিতা। সেই ১৯৭৩ খ্রিষ্টাব্দের কথা। দারুণ প্রশংসিত হয়েছিল ছবিটি। সেবছর ২৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায় সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’। তখন থেকেই ববিতা হয়ে ওঠেন বৈশ্বিক তারকা। গত শতকের সাত ও আটের দশকের রূপালি পর্দার দাপুটে নায়িকা হিসেবে নিজের নাম লিখিয়েছিলেন তিনি। বয়স বাড়লে শুরু করেন ভাবি ও মায়ের চরিত্র।

জন্মদিনে আনন্দভুবন এর পক্ষ থেকে তাকে জানাই একরাশ ফুলের শুভেচ্ছা।