দাঁড়কাক : বয়োবৃদ্ধের নিদারুণ গল্প

04 Sep 2024, 01:22 PM মুভিমেলা শেয়ার:
দাঁড়কাক : বয়োবৃদ্ধের নিদারুণ গল্প

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনেক ছবিই স্থান পায়। তবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’ তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন জায়েদ সিদ্দিকী। খ্যাতিমান লেখক শহিদুল জহিরের ছোটোগল্প থেকে অনুপ্রাণিত হয়ে ‘দাঁড়কাক’ চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন তিনি।

নির্মাতা সূত্রে জানা যায়, আগস্ট ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার পঞ্চদশ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, ভারতের দশম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘দাঁড়কাক’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

নির্মাতা জায়েদ সিদ্দিকী গণমাধ্যমকে বলেছেন, ‘দাঁড়কাক’ শুরুতে অস্ট্রেলিয়ার পঞ্চদশ ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে’ প্রদর্শিত হবে। এই উৎসবটি চলবে ১৫ থেকে ৩০ অগাস্ট, ২০২৪ পর্যন্ত।

দেশ-বিদেশের ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে ‘দাঁড়কাক’ নির্বাচিত হয়েছে ওই উৎসবে। এরপর প্রতিবেশী দেশ ভারতের ‘শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র’ উৎসব চলবে ১৬ থেকে ১৮ অগাস্ট পর্যন্ত। সেখানেও ‘দাঁড়কাক’ দেখানো হবে।

ভারতের পর সিনেমার পরের গন্তব্য যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে’ চলচ্চিত্রটি স্বল্পদৈর্ঘ্য জুরি এবং অডিয়েন্স অ্যাওয়ার্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এই উৎসব চলবে সেপ্টেম্বরের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত।

পরদিন ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘এভেন্টিনে’ চলচ্চিত্রটি দেখানো হবে।

সিনেমাটির প্রধান চরিত্র তোরাব শেখের ভূমিকায় অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। ‘দাঁড়কাক’-এর গল্প নিয়ে পরিচালক বলেন, “পরিবারের অন্যান্য সদস্যদের ওপর নির্ভরশীল একজন বয়স্ক মানুষ তোরাব শেখের গল্পই বলবে আমার এই সিনেমা। সিনেমাটিতে অস্তিত্ব সংকটের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমার গল্পে দেখা যাবে উপার্জনে অক্ষম বয়স্ক তোরাব শেখকে সংসারের অপ্রয়োজনীয় মনে করা হয়। তাকে না জানিয়ে মেয়ের বিয়ে দেওয়ায় তিনি খুবই অপমানিত বোধ করেন। এরপর তোরাব শেখ সিদ্ধান্ত নেন স্বেচ্ছায় হারিয়ে যাওয়ার। তিনি বাড়ি ছাড়লে পরিবারের সদস্যরা তখন তার গুরুত্ব বুঝতে পারেন।”

এমন গল্পের সিনেমা নির্মাণ সম্পর্কে জানতে চাইলে জায়েদ সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, “এ ধরনের ঘটনা তো আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে। এটি খুবই ব্যক্তিগত চলচ্চিত্র, যা সমাজের বয়োবৃদ্ধ মানুষের প্রতি আমাদের অবহেলা এবং তাদের যে অসহায়ত্বের অনুভূতি তা এতে তুলে ধরা হয়েছে। আমরা সবাই একদিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ব, কিন্তু তার মানে এই নয় যে, আমরা গুরুত্বহীন”।

সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা এবং এবিএম সাঈদুল হক।

উল্লেখ্য, এই সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছে জেরিন আক্তার শিমুল এবং আখলাকুজ্জামান খানের।

সিনেমার শুটিং হয়েছে খিলগাঁও ও শান্তিনগর এলাকায়। সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন সাইয়্যিদ শাহজাদা আল কারীম, ইসরাত জাহান, সাকিব ইফতেখার এবং হাসিব শাকিল। লাইন প্রযোজক ছিলেন মশিউর রহমান। শিল্প নির্দেশনায় ছিলেন জায়েদ সিদ্দিকী ও তাসনিম নিশো। নিশো একইসঙ্গে প্রধান সহকারী পরিচালকও ছিলেন। দৃশ্য ধারণ করেছেন হাসনাত সোহান। এছাড়া সম্পাদনা ও শব্দ পরিকল্পনা করেছেন সম্পাদক সুজন মাহমুদ।

‘দাঁড়কাক’ চলচ্চিত্রটি এখন পর্যন্ত সাতটি দেশে ৯টি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসব, বার্লিনের ১২তম ইন্দো-জার্মান ফিল্ম উইক, কলকাতার ৭ম দক্ষিণ এশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব এবং ভারতের রাউন্ড দ্য ফ্রেম ফিল্ম কম্পিটিশন। হ

লেখা : শহিদুল ইসলাম এমেল