অভিনয়শিল্পী ও মডেল মামুনুন ইমন ও আনিকা কবির শখের ক্যারিয়ার শুরু হয় প্রায় একই সময়ে। কাজ করতে গিয়েই দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। শখ বিয়ে ও সংসার নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘদিন এই অঙ্গন থেকে বিরতি নিলেও ইমন কাজ করে গেছেন নিয়মিত। দু’জনেই এখন কাজ নিয়ে ব্যস্ত। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...
ইমন অভিনীত সবশেষ ছবি ‘কাগজ’ মুক্তি পায় ২০২২ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। এরপর দীর্ঘ বিরতি। তবে ইমন-ভক্তদের জন্য সুখবর হচ্ছে ইমন অভিনীত দুটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। একটি অঞ্জন আইচের কানামাছি, অন্যটি ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। ‘কানামাছি’ ছবিতে অভিনয় করেছেন ফারজানা ছবি, সূচনা আজাদ, আ খ ম হাসান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ ছবিতে অভিনয় করেছেন মিথিলা, তাহসান প্রমুখ। বর্তমানে শুটিং করছেন রাজীব বিশ্বাস পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’ ছবিতে। এছাড়াও খুব শিগ্গিরই সরকারি অনুদানের একটি ছবিতে কাজ শুরু করবেন।
অন্যদিকে নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ বেশকিছু দিন বিরতি দিয়ে আবার অভিনয়ে নিয়মিত হয়েছেন। বিরতি নেওয়ার কারণ ছিল মা হওয়া। সন্তান একটু বড়ো হলে আবার তিনি কাজে ফেরেন। নিয়মিত কাজ করবেন কি না জানতে চাইলে শখ বলেন মেয়ে যেহেতু এখনো ছোটো, তাই নিয়মিত কাজ না করলেও পছন্দের কাজগুলো করব। এক্ষেত্রে আম্মু আর আমার স্বামী খুব সহযোগিতা করেন। তখন মন দিয়ে কাজটা করতে পারি। ‘কুক’ নাটকের ক্ষেত্রেও তাই হয়েছে। নির্মাতা আমার কাছে গল্পটা পাঠানোর পর, পড়ে ভালো লেগেছে, সব মিলিয়ে ভালো লাগায় কাজটি করেছি। নাটকে আরো যারা ছিলেন প্রত্যেকেই বেশ সহযোগিতা করেছেন। এদিকে অভিনয়ের পাশাপাশি স্টেজ শোতেও নিয়মিত হওয়ার চেষ্টা করছেন শখ। ইতোমধ্যে কয়েকটি স্টেজ শোতে নৃত্য পরিবেশন করেন তিনি। পাশাপাশি বেশকিছু ফ্যাশন হাউজের মডেলও হয়েছেন তিনি।
শখের ফিরে আসা প্রমাণ করে, চাইলেই বারবার ফিরে আসা যায়। তার প্রমাণ অনেকবারই দিয়েছেন তিনি। চেনা পথের বাঁকে যেন পথ চলতে ভালোবাসেন শখ। তাই তো আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন নাটকের মাধ্যমে। বিরতি ভেঙে যেন নতুন করে এলেন সুহাসিনী। এসেই ব্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী।
বলতে গেলে ইমন আর শখের মিডিয়ায় ক্যারিয়ার শুরু হয় একই সময়ে। দু’জনের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কও রয়েছে। বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে বেশ আলোচনায় আসেন এই জুটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি অভিনয়েও সরব হন তারা। শখ সম্পর্কে মামুনুন ইমন বলেন, একই সময়ে আমাদের যাত্রা। বাংলালিংক-এর বিজ্ঞাপনচিত্রে প্রথম একসঙ্গে কাজ করা। খুব মিষ্টি মেয়ে শখ। আমার পছন্দেরও একজন শিল্পী শখ। ইমন সম্পর্কে শখ বলেন একই সঙ্গে আমাদের মিডিয়ায় আত্মপ্রকাশ হলেও আমি সেই ছেলেবেলা থেকেই এই অঙ্গনের সঙ্গে জড়িত। ইমন খুব ভালো একজন মানুষ। মডেলিং, অভিনয় দু’জায়গায় সফল তিনি।
ইমনের ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে। এরপর ২০০৭ খ্রিষ্টাব্দে তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ ছবির মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু। বড়োপর্দার পাশাপাশি ছোটোপর্দায়ও নিয়মিত কাজ করেন তিনি।
২০০৮ খ্রিষ্টাব্দে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে ‘এক বুক ভালোবাসা’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
২০০৯ খ্রিষ্টাব্দে ইমন অভিনয় করেন ‘সবাই তো ভালোবাসা চায়’ সিনেমায়। এখানে জুটি বাঁধেন পূর্ণিমার সঙ্গে। একই বছর আরো দু’টি চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১২ খ্রিষ্টাব্দে ‘লাল টিপ’ সিনেমা দিয়ে আবারো আলোচনায় আসেন ইমন। এই চলচ্চিত্র দিয়ে কুসুম শিকদারের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এখন পর্যন্ত প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করেন ইমন।
পরবর্তীসময়ে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ও ‘পাসওয়ার্ড’ দিয়ে শাকিব খানের সঙ্গে অভিনয় করেন ইমন। এই দু’টি চলচ্চিত্র তার সফলতাকে এগিয়ে নিয়ে যায়। এছাড়া ‘পাসওয়ার্ড’-এর জন্য ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতার সম্মাননা পান।
২০১০ খ্রিষ্টাব্দে বিয়ে করেন ইমন। স্ত্রী আয়শা ইসলাম আশা একজন ফ্যাশন ডিজাইনার।
শখের মিডিয়ায় পথচলা শুরু হয় ছোট্টো বয়েস থেকেই। মাত্র চারবছর বয়েস থেকে নাচের তালিম নেন। নাচ করতে এসেই ২০০২ খ্রিষ্টাব্দে শিশু মডেল হন তিনি। এরপর তিনি ‘নীলাঞ্জনা পল্লী-আনন্দভুবন’ ঈদ ফ্যাশন শোতে নিয়মিত মডেল হন। এরমধ্যে শখ আরো পরিণত হন, সুযোগ আসে দেশের অন্যতম মুঠোফোন কোম্পানি বাংলালিংক বিজ্ঞাপনচিত্রে কাজ করার। সেই বিজ্ঞাপনচিত্র শখকে ব্যাপক পরিচিতি এনে দেয়। ২০০৮ খ্রিষ্টাব্দে ‘এফএনএফ : ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় শুরু করেন। সুহাসিনী শখকে বড়োপর্দার জন্যে বেশিদিন অপেক্ষা করতে হয়নি, ২০১০ খ্রিষ্টাব্দে শাকিব খানের সঙ্গে জুটি হয়ে ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ।
২০২০ খ্রিষ্টাব্দে ১২ মে আতিকুর রহমান জনকে বিয়ে করেন শখ। জন পেশায় ব্যবসায়ী, বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে তারা এক সন্তানের জনক-জননী। এর আগে ২০১৫ খ্রিষ্টাব্দের ৭ জানুয়ারি মডেল ও অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেন শখ। কিন্তু বিয়ের দুই বছরের মাথায় তাদের সেই সংসার ভেঙে যায়। হ
ছবি : মাহবুব সানি