ফজলুর রহমান বাবু [২২ আগস্ট]
অভিনেতা এবং সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু ১৯৬০ খ্রিষ্টাব্দের ২২ আগস্ট, ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ফরিদপুরে বাবার কর্মস্থল হওয়ার কারণে তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে ওখানেই। ১৯৭৮ খ্রিষ্টাব্দে ফরিদপুরের ‘টাউন থিয়েটার’-এর সঙ্গে অভিনয় অভিজ্ঞতা গড়ে ওঠে ফজলুর রহমান বাবু’র। পরবর্তীসময়ে ‘বৈশাখী নাট্যগোষ্ঠী’তে যোগদানের মাধ্যমে তিনি মঞ্চে অভিনয়জীবন শুরু করেন। ওই একই বছর বাবু প্রথমবারের মতো ‘ন্যাশনাল ড্রামা ফেস্টিভ্যাল’-এ অভিনয় করেন। এরপর ১৯৮৩ খ্রিষ্টাব্দে তিনি অগ্রণী ব্যাংকে চাকরি নেন এবং বদলি হয়ে ঢাকায় আসেন। ঢাকায় এসে তিনি ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দেন এবং ‘পালা’, পাথর’, ‘ময়ূর সিংহাসন’সহ বেশ কিছু মঞ্চনাটকে অভিনয় করে প্রশংসিত হন। ফজলুর রহমান বাবু বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত কাজী নজরুল ইসলাম রচিত ‘মৃত্যুক্ষুধা’ [১৯৯১] নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টিভিনাটকে অভিনয়জীবন শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক- ‘এক্সট্রা আর্টিস্ট’, ‘মেহমান’, ‘হাউজ নং ৯৬’ ইত্যাদি। আজ ফজলুর রহমান বাবু’র জন্মদিন। তার জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
সামিনা চৌধুরী [২৮ আগস্ট]
জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী ২৮ আগস্ট দিনাজপুরে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা বিখ্যাত সংগীতব্যক্তিত্ব প্রয়াত মাহমুদুন নবী। তার বোন ফাহমিদা নবী ও ভাই পঞ্চমও সংগীতের সঙ্গে জড়িত। তার মায়ের নাম রাশিদা চৌধুরী। ছেলেবেলায় তার শিক্ষাজীবন শুরু হয় ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। তিনি বেশিরভাগই আধুনিক ও শাস্ত্রীয় গান গেয়েছেন। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছেÑ জন্ম থেকেই জ্বলছি মাগো, আমার বুকের মধ্যখানে, আমার দুই চোখে দুই নদী, একবার যদি কেউ, কবিতা পড়ার প্রহর, ফুল ফুটে ফুল ঝরে প্রভৃতি। তিনি ২০০৫ খ্রিষ্টাব্দে এনটিভিতে প্রচারিত ক্লোজআপ ওয়ান সংগীত রিয়েলিটি শো প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। তিনি সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ মহিলা কণ্ঠশিল্পী হিসেবে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ গায়িকার জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। সামিনা চৌধুরীর জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
মোশাররফ করিম [২২ আগস্ট]
অভিনেতা মোশাররফ করিম ১৯৭১ খ্রিষ্টাব্দের ২২ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি বরিশালে। মোশাররফ করিম ১৯৯৯ খ্রিষ্টাব্দে একপর্বের নাটক ‘অতিথি’-তে অভিনয়ের মাধ্যমে ছোটোপর্দায় কাজ শুরু করেন। নাটকটি পরিচালনা করেন ফেরদৌস হাসান এবং এটি চ্যানেল আইতে প্রচারিত হয়। তারপর ২০১৪ খ্রিষ্টাব্দে দুটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তার নিয়মিত পথচলা। দেয়াল আলমারি ২০০৮, জর্দা জামাল ২০১২, সেই রকম চা-খোর ২০১৩ নাটকে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। এছাড়া হাউজফুল, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সিকান্দার বক্স এখন বিরাট মডেল, সেই রকম পানখোর নাটকে অভিনয় করে প্রশংসিত হন। ২০১৫ খ্রিষ্টাব্দে ‘সিকান্দার বক্স এখন নিজ গ্রামে’ নাটকে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন মোশাররফ। মোশারফ করিম বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি ২০১৫ খ্রিষ্টাব্দে পর্তুগালের আভাস্কা চলচ্চিত্র উৎসবে ‘জালালের গল্প’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন। মোশাররফ করিমের জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
আগস্ট [১ থেকে ৩০]
০১. সুমনা হক, অরুণা বিশ্বাস
০২. পিয়ার ও টুল, বিনোদন চোপড়া
০৩. ভাবনা
০৫. কেট উইন্সলেট, কাজল
০৬. রবার্ট মিচাম
০৭. ডন
০৮. জেমস ডিন
০৯. রামেন্দু মজুমদার
১০. নিমা রহমান, শিয়ারার, শেখ মোহাম্মদ সুলতান
১১. সুনীল শেঠী, মৌরি সেলিম
১২. টনি ডায়েস
১৩. নার্গিস পারভীন, ইকবাল জে. কাদির
১৪. আমজাদ হোসেন
১৫. মারজুক রাসেল, আজমী আমানতু নূর
১৬. আবির, সাইফ আলী খান
১৭. মঞ্জুর রাহী, হাবিবুল বাশার
১৮. ফারুক, মিতা আফরিন বাঁধন
১৯. কাজী রোজি, মুস্তাফিজুর রহমান
২০. আবু সাঈদ চৌধুরী, সামি, রাজেশ ঘোষ, নিলয়
২২. ঈশিতা, ডলি সায়ন্তনী, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম
২৩. মাহফুজ আহমেদ, বেবী নাজনীন, এজাজ মুন্না
২৫. শেখ সেলিম
২৬. সৈয়দ সালাহউদ্দিন জাকী
২৭. তনিমা হামিদ
২৮. সামিনা চৌধুরী
২৯. রুমানা মতিন রুমু, সাফা কবির
৩০. সুইটি, দিনাত জাহান মুন্নি, চম্পা বণিক
৩১. নাদিয়া, মরিয়ম শিলা আজিজ, আলী আকবর রুপু