বিশ্বমঞ্চে চিরকুট

25 Nov 2024, 02:27 PM সারেগারে শেয়ার:
বিশ্বমঞ্চে চিরকুট

দেশের জনপ্রিয় সফট রক ব্যান্ড চিরকুটের যাত্রা শুরু ২০০১ খ্রিষ্টাব্দে। যাত্রা শুরুর পর থেকেই চিরকুট তার ভক্তশ্রোতাদের অনেক জনপ্রিয় গান উপহার দিয়ে আসছে। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্টের পাশাপাশি দলের অধিকাংশ গান শারমিন সুলতানা সুমির লেখা এবং সুরারোপ করা। তিনি ব্যতিক্রমী গান রচনা এবং গাওয়ার জন্য পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। টেলিভিশন, আয়নাবাজি-সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবেও আলোচনায় এসছেন তিনি। ইতোমধ্যে বিশ্বব্যাপী সুনাম অর্জন করা বাংলাদেশি ব্যান্ডদল চিরকুট ভালো গানের গৌরবে অতিক্রম করেছে দীর্ঘ ২০ বছরের বেশি সময়। চিরকুট ব্যান্ডকে নিয়ে বিস্তারিত থাকছে এবারের সারেগারে আয়োজনে। লিখেছেন শহিদুল ইসলাম এমেল ...


বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যান্ড চিরকুট। এই ব্যান্ড দলটি দেশের গণ্ডি পেরিয়ে বাংলা গানকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। তারই ধারাবাহিকতায় চিরকুট ব্যান্ডের গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, কমিউনিকেশন স্পেশালিস্ট ও উদ্যোক্তা শারমিন সুলতানা সুমি দ্বিতীয়বারের মতো অংশ নিলেন বিশ্বের বৃহত্তম সংগীত সম্মেলন ওম্যাক্স-এ [ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো]।

প্রতিবছর অক্টোবর মাসে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হওয়া সম্মেলনটি এবার অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। ২৪ থেকে ২৬ অক্টোবর তিনদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারেরও বেশি সংগীত পেশাদার অংশ নেন।

বিশ্বের বৃহত্তর এই সংগীতউৎসবে খ্যাতিমান সংগীত পেশাদারেরা মিলিত হন ও মতবিনিময় করেন। এই সংগীত উৎসবকে সারাবিশ্বের আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিক-সহ সব ধরনের মিউজিকের বৃহত্তম মার্কেটও বলা হয়ে থাকে।

২০২২ খ্রিষ্টাব্দে পর্তুগালে অনুষ্ঠিত সম্মেলনটিতে অতিথি হিসেবে অংশ নিলেও এবছর প্যানেলিস্ট হিসেবে উৎসবে অংশগ্রহণ করেছেন শারমিন সুলতানা সুমি। ২৫ অক্টোবর এ সম্মেলনে বিশেষজ্ঞ আলোচক হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন সুমি।

শারমিন সুলতানা সুমি বলেন, ‘চিরকুটের হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মিউজিককে প্রতিনিধিত্ব করেছিÑ এই সম্মান ও ভালো লাগা অশেষ। আমি বাংলাদেশের ব্যান্ডশিল্পের কথা যেমন তুলে ধরেছি, আমাদের ব্যান্ড যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পারফর্ম করছে তারও উদাহরণ টেনেছি। বাংলা গানের ঐতিহ্য-দর্শন তুলে ধরেছি। এ বছরের আয়োজনটা ছিল বিশেষ। কেননা, এটি এ উৎসবের তিন দশকপূর্তি উৎসব। দারুণ ভালো লাগছে বিশ্বসংগীতের নানা গুণীজনের সঙ্গে এ মেলবন্ধনে এক হতে পেরে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।’

শুধু ওমেক্সই নয়, সুমি জানান, সংগীতময় এ সফরে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাগডারের আমন্ত্রণে আন্তর্জাতিক সংগীতবিষয়ক সম্মেলনেও অংশ নেন তিনি। এ সম্মেলনটি শুরু হয় ৪ নভেম্বর, শেষ হয় ৮ নভেম্বর।

২০০২ খ্রিষ্টাব্দে চিরকুট ব্যান্ড গঠন করা হয়। এরপর থেকেই চিরকুটের গীতিকার, সুরকার, ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি তার অন্য সদস্যদের নিয়ে সুখ-দুঃখ ভাগাভাগি করে পাড়ি দিয়েছেন ২০ বছরের বেশি সময়। চিরকুট গঠন করার ৮ বছর পর ২০১০ খ্রিষ্টাব্দে তাদের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এই ৮ বছর তারা নিজেদের গুছিয়ে নিয়েছেন। দীর্ঘ সময় পুরোপুরি গুছিয়ে নিয়ে তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশ করেন। প্রথম অ্যালবামের ‘খাজনা’, ‘বন্ধু’, ‘কাটাকুটি’, ‘ছোট্ট নদী’, ‘আমি জানি না’, ‘ঘরে ফেরা’, ‘ফুল ফোটা গান’, ‘দয়াল’ গানগুলো স্থান পায়। চিরকুটনামা অ্যালবামের ‘খাজনা’ গানটি শ্রোতামহলে সেই সময়ে ব্যাপক সাড়া জাগিয়েছিল। ‘খাজনা’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে এই গানটির সাফল্য দেখে মিউজিক চ্যানেল এমটিভি গানটি প্রচারের জন্য প্রস্তাব দিয়েছিল। এরপর চিরকুট ব্যান্ড থেকে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করেছিল চিরকুট। গত ২০ বছরেরও বেশি সময় ধরে তারা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। বাংলা গানকে তারা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়েছেন।

স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনে আয়োজিত ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’-এ প্রবাদপ্রতিম ব্যান্ড ‘স্করপিয়ন্স’-এর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছেন তারা। এটা তাদের জন্য নিঃসন্দেহে গৌরবের। তাদের সঙ্গে এই মঞ্চে পারফর্ম করে চিরকুট বাংলা ব্যান্ড মিউজিকের ইতিহাসে জায়গা করে নেয়।

ফোক, রক, ক্লাসিক্যাল, দেশের গান, চলচ্চিত্র সব গানেই সফল চিরকুট। ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘কানামাছি’, ‘দুনিয়া’, ‘এই শহরের কাকটাও জেনে গেছে’, ‘খাজনা’র মতো অসাধারণ গানগুলো মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। লাইভ পারফর্মেন্সে তারা কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছে।

চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে সংগীত পরিচালনার কাজ করেছে চিরকুট ব্যান্ড। এর মধ্যে উল্লেখযোগ্য ‘জালালের গল্প’ চলচ্চিত্রটি ২০১৪ খ্রিষ্টাব্দে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কারের ৮৮তম আসরের জন্য বিদেশি ভাষার ছবির বিভাগে নির্বাচিত হয়। ২০১৩ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘টেলিভিশন’ চলচ্চিত্রের জন্য চিরকুটের ‘কানামাছি’ গানটি বাংলাদেশে জনপ্রিয় হয়। ২০১৬ খ্রিষ্টাব্দে ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের জন্য চিরকুটের কথা ও সুরে ‘দুনিয়া’ গানটি অন্যতম জনপ্রিয় একটি গান। ২০১৭ খিষ্টাব্দের ৪ আগস্ট মুক্তি পায় অনিমেষ আইচের পরিচালনায় ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে চিরকুটের ‘এই শহরে কাকটাও জেনে গেছে’ গানটিও প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। চিরকুট ২০১৩ খ্রিষ্টাব্দে আরটিভি স্টার অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করে।

ব্যান্ডের নাম চিরকুট দিলেন কেন ? এমন প্রশ্নের উত্তরে চিরকুটের প্রধান ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি বলেন, ‘চিরকুট মানে তো ওই যে ছোট্ট কাগজে মেসেজ দিই আমরা, তাই না ? আমাদের গানগুলোই হচ্ছে মানুষের জন্য মেসেজ। এজন্যই চিরকুট নাম দিয়েছি।’

সুমি আরো বলেন, ‘আমি আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংগীত ফেস্টিভ্যালে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নরওয়ে, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্ডিয়া এইসব দেশে অনেকবার কাজ করেছি। আন্তর্জাতিক প্রডিউসারদের সঙ্গে গান বানিয়েছি, কোলাবরেশন করেছি।’