অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট স্মরণকালের স্মরণীয় রাজকীয় বিয়ে

22 Dec 2024, 02:25 PM অন্যান্য শেয়ার:
অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট স্মরণকালের স্মরণীয় রাজকীয় বিয়ে


বিয়ের আগে কয়েক মাস যাবত একের পর এক প্রাক-বিবাহ অনুষ্ঠানমালার শেষে চার হাত এক হয়েছে মুকেশ আম্বানির ছোটো ছেলে অনন্ত আম্বানি আর দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টের। ১২ জুলাই, ২০২৪ শুক্রবার ‘শুভ বিবাহ’ অনুষ্ঠানের পরও টানা তিনদিন ধরে মুম্বাইতে চলে সেই বিয়ের আনন্দ-আয়োজন। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল সেই মার্চ মাসের শেষের দিকে গুজরাটে আম্বানিদের পৈতৃক ভিটে জামনগরে।

এত খরচ, ধুমধাম কিংবা অতিথি তারকাদের উজ্জ্বল উপস্থিতিতে এমন অবিস্মরণীয় জাকজমকপূর্ণ বিয়ের আসর ভারতে এর আগে কেউ কখনো দেখেনি।

সিএনএন লিখেছে, গোটা ভারত যেন ‘ট্রান্সফিক্সড’ হয়ে গেছে- মানে বিস্ময়ে অভিভূত হয়ে হাত-পা নাড়াতেও ভুলে গেছে !

বিয়েতে অতিথির তালিকায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে দেশের সব নামিদামি রাজনীতিবিদগণ। প্রায় ১২০০ জনের বিশেষ অতিথির তালিকায় জনপ্রিয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও বলিউড তারকা শাহরুখ খান, আমির খান, সালমান খানসহ আরো অনেক সেলিব্রিটি। হালের রণবীর কাপুর-আলিয়া ভাটের মতো তারকারাও বাদ পড়েননি। উপস্থিত ছিলেন মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ ও মাইক্রোসফট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

রাষ্ট্রপ্রধানদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন জসিম আল থানি, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানি জেতসিন পেমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পপ গায়িকা রিয়ানা। অন্যদের মধ্যে অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরণ ও অজয়-অতুলের মতো খ্যাতিমান শিল্পীদেরও পরিবেশনা ছিল। তাছাড়া ক্রিকেট তারকাদের বাদ দিয়ে ভারতে কোনো বড়ো উৎসব অসম্পূর্ণ, তারমধ্যে আবার আম্বানি পরিবার নিজেরাই আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসেরও মালিক। যার কারণে রোহিত শর্মা ও তার বহু সতীর্থও বিয়ের অনুষ্ঠানে ছিলেন।

বিয়ে উপলক্ষে আম্বানিরা তাদের খাস অতিথিদের নিয়ে ভূমধ্যসাগরে এক লাক্সারি ক্রুজে ভ্রমণে বেরিয়েছিলেন, সেখানেও পারফর্ম করেছেন গায়িকা কেটি পেরি, ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজ বা আন্দ্রিয়া বচেলির মতো তারকারা।

বিয়ে উলক্ষে পৃথিবীর নানা প্রান্ত থেকে মুম্বাই বা কাছের কয়েকটি বিমানবন্দরে এসে নামতে দেখা গেছে অন্তত একশত প্রাইভেট জেট। কাজেই দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সেলেব্রিটিরা যে অনন্ত আর রাধিকাকে আশীর্বাদ করতে এসেছিলেন, এটা কারো নজর এড়ায়নি। সাত মাস ধরে চলা রাজকীয় সব অনুষ্ঠান আয়োজন নজর কেড়েছে পুরো বিশ্বের।

ইন্ডিয়ান টাইমস, বিবিসি ও ফোবর্স’র বরাতে জানা যায়, বিয়েতে মোট খরচ হচ্ছে প্রায় ৫ হাজার কোটি টাকা। যদিও তা আম্বানির পরিবারের মোট সম্পত্তির মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। বিশাল এই টাকা ব্যয় হচ্ছে নামি-দামি শিল্পীদের বুকিং খরচ, জেট বিমান ভাড়া, সুবিধাবঞ্চিতদের ভোজ আয়োজনসহ অন্যান্য খাতে।

গণমাধ্যমগুলো বলছে, বিদেশি অতিথিদের যাতায়াতে ভাড়া করা ৩টি ফ্যালকন-২০০০ মডেলের জেট বিমানেই খরচ প্রায় ৮ কোটি টাকা। এছাড়া, আরও ১০০টি ব্যক্তিগত বিমান ভাড়ায় খরচ আরো কয়েক কোটি টাকা।

এছাড়া ফোর্বসের তথ্য বলছে, বিয়েতে পারফর্ম করা শিল্পীদের মধ্যে জাস্টিন বিবারকেই সবচেয়ে বেশি ১০ মিলিয়ন ডলার দিতে হয়েছে। এছাড়া রিহানা নিয়েছেন ৭ মিলিয়ন ডলার।

রাধিকা ও অনন্তের বিয়ে বিশ্বের দামি সব বিয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। চলতি বছর মার্চ মাসে ভারতের জামনগরে প্রি-ওয়েডিং, তারপর দ্বিতীয় প্রি-ওয়েডিং সেলিব্রেশন হয় ফ্রান্সে। এছাড়া ১২ জুলাই ‘বিয়ে’, ১৩ জুলাই ‘আশীর্বাদ’ এবং ১৪ জুলাই ‘মঙ্গল উৎসব’-এর মধ্যে দিয়ে শেষ হয়েছে আলোচিত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের পর্ব।

অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে যা যা হলো

ইন্ডিয়া টিভির প্রতিবেদন থেকে জানা যায়, ১ মার্চ ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’ শিরোনামের জমজমাট পরিবেশনার মাধ্যমে বিয়ের প্রাক-আনুষ্ঠানিকতা শুরু হয়। নাচ, গান, ভিজ্যুয়াল আর্টসহ নানা কলানৈপুণ্যে মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের অতিথি ও পরিবেশনকারীদের পরনে ছিল বাহারি পোশাক। পরদিন আনুষ্ঠানিকতার নাম ছিল ‘এ ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড’। এদিন জামনগরে আম্বানিদের প্রাণী অভয়ারণ্যে অতিথিদের ঘুরিয়ে দেখানো হয়। এটি ছিল অনন্য এক অভিজ্ঞতা।

সবশেষ ৩ মার্চ দু’টি আনুষ্ঠানিকতা দিয়ে প্রাক-অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রথমে ‘তুসকার ট্রেইলস’ নামে একটি পর্ব হয়। এই পর্বে সুস্বাদু নানা খাবারের সঙ্গে প্রকৃতির মনোরম চিত্র উপভোগ করেন অতিথিরা। সবশেষে অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্যে ছিল হস্তাক্ষর অনুষ্ঠান।

সব অনুষ্ঠানেই দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। প্রতিটি অনুষ্ঠানের জন্য ছিল আলাদা ড্রেসকোড। অতিথিদের সাজসজ্জার জন্য নিয়োজিত ছিল মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট ও ডিজাইনারদের বড়ো দল। আর খাবারের জন্য প্রায় ৫০০ রকমের মুখরোচক খাবার রান্নায় ১০০ বাবুর্চি নিয়োগ করা হয়।

আম্বানি পরিবারের জমকালো পারিবারিক আয়োজন এবং তাক লাগানো অনুষ্ঠানে বিদেশি প্রভাবশালী ব্যক্তিত্ব ও তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। ২০১৮ খ্রিষ্টাব্দে ইশা আম্বানির বিয়েতে সাবেক মার্কিন পররাষ্ট্র সচিব হিলারি ক্লিনটন ও মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির উপস্থিতি আলোড়ন তুলেছিল। সেই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পপতারকা বিয়ন্সে।

বিয়ের অনুষ্ঠানের আগে ২৮ ফেব্রুয়ারি, বুধবার আম্বানি পরিবারের পক্ষ থেকে জামনগরের পাশের গ্রামগুলোর প্রায় ৫১ হাজার লোকের খাবারের এক বিশাল আয়োজন করা হয়। 

প্রতিবেদন : শহিদুল ইসলাম এমেল