প্রখ্যাত সাংবাদিক ও বাচিকশিল্পী কাফি খান পরলোকে

03 Jul 2021, 02:36 PM শ্রদ্ধাঞ্জলি শেয়ার:
প্রখ্যাত সাংবাদিক ও বাচিকশিল্পী কাফি খান পরলোকে

প্রখ্যাত সাংবাদিক ও বাচিকশিল্পী কাফি খান আর নেই। ১ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে একটি হাসপাতালে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। 

তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।  ২ জুলই শুক্রবার বাদ জুমা জানাজা শেষে যুক্তরাষ্ট্রে আদমস সেন্টার মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

১৯২৮ সালের ১ মে তৎকালীন ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাতের কাজীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কাফি খান। ১৯৪৭ সালে দেশভাগের কিছু আগে তিনি বড়ো ভাইয়ের সঙ্গে ঢাকায় চলে আসেন। ঢাকায়  সে-কালের পাকিস্তানের রাজস্ব বিভাগে কাজ করার পাশাপাশি ১৯৫১ সালে পাকিস্তান রেডিওর ঢাকা শাখায় বেতার-নাটকে অভিনয় করতে শুরু করেন।

সে সময় মঞ্চনাটক, কবিতা আবৃত্তি ও বেতার অনুষ্ঠান ছাড়াও, ঢাকায় বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ১৯৬৬ সালে যোগ দেন ভয়েস অব আমেরিকায়। মুক্তিযুদ্ধের সময়ে তিনি ওয়াশিংটনে থেকেই স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১৯৭৩ সালে দেশে ফিরে আসেন।