ভেড়ার দাম ৪ কোটি ১৬ লাখ টাকা

13 Jul 2021, 01:23 PM ভুবনবিচিত্রা শেয়ার:
ভেড়ার দাম ৪ কোটি ১৬ লাখ টাকা

গ্রাম-গঞ্জের রাস্তা ঘাটে হরহামেশাই যে প্রাণীটির দেখা পাই সেটি হলো ভেড়া। একটি ভেড়ার দাম আর কতো হতে পারে ? ৫ হাজার ১০ হাজার! তবে যে ভেড়াটির কথা বলব তা একটি বিশেষ ভেড়া। এই ভেড়াটি বিক্রি হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫০০ ব্রিটিশ পাউন্ডে যার বাংলাদেশি টাকার মূল্য ৪ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা। মনে করা হচ্ছে এটিই বিশ্বের সবচেয়ে দামি ভেড়া।

ডাবল ডায়মন্ড নামের এই ভেড়াটি ল্যানার্কের স্কটিশ ন্যাশনাল টেক্সেলে বিক্রি করা হয় গত বছর। ভেড়াটি বিক্রি করেন চার্লি বোডেন। নিলামে এর দাম হাঁকা হয়েছিল ১০ হাজার ৫০০ পাউন্ড। পরে ৩ লাখ ৬৭ হাজার ৫০০ ব্রিটিশ পাউন্ডে কিনে নেন তিন কৃষকের একটি পরিবার। 

নিলামকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে এর আগেও একটি ভেড়া তারা ২ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করেছে। তবে ডাবল ডায়মন্ড সেই রেকর্ড ভেঙে দিল।