বাংলা একাডেমির মহাপরিচালক হলেন কবি মুহম্মদ নূরুল হুদা

13 Jul 2021, 03:58 PM খবর শেয়ার:
বাংলা একাডেমির মহাপরিচালক হলেন কবি মুহম্মদ নূরুল হুদা

যতদূর বাংলা ভাষা, ততদূর এই বাংলাদেশ।

দরিয়ানগরে জন্ম, পৃথিবীর সর্ব প্রান্ত আমার স্বদেশ।।

দরিয়ানগরের ভূমিপুত্র কবি মুহম্মদ নূরুল হুদা বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন। ১২ জুলাই ২০২১ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। এই পদে সদ্যপ্রয়াত কবি হাবীবুল্লাহ সিরাজীর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা হাবীবুল্লাহ সিরাজী এবছরের ২৪ মে দূরারোগ্য কর্কট ব্যাধির সাথে লড়াই করে দেহ ত্যাগ করেন। তার পর থেকে মহাপরিচালকের পদটি শূন্য ছিল।

মুহম্মদ নূরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর অর্জন করেন। এর আগে তিনি বাংলা একাডেমির পরিচালক এবং নজরুল ইন্সটিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কবিতা চর্চার পাশাপাশি কথাসাহিত্য, প্রবন্ধ, লোকসংস্কৃতি, নন্দনতত্ত্ব ও অনুবাদ সাহিত্যেও বিচরণ রয়েছে তাঁর।

এপর্যন্ত তাঁর অর্ধশতাধিক বই প্রকাশ হয়েছে।

সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে একুশে পদক এবং ১৯৮৮ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেছেন কবি মুহম্মদ নূরুল হুদা।