শুভ জন্মদিন হৃদি হক

29 Jul 2021, 03:40 PM জন্মদিন শেয়ার:
শুভ জন্মদিন হৃদি হক

আজ ২৯ জুলাই, অভিনয়শিল্পী, নাট্যকার ও নির্দেশক হৃদি হকের জন্মদিন। বাবা অভিনেতা ড. ইনামুল হক আর মা অভিনেত্রী লাকী ইনাম। জীবনসঙ্গী অভিনেতা লিটু আনাম। লিটু-হৃদির টিং ও হিং নামে জমজ দুই সন্তান রয়েছে। 

হৃদি হক একজন জাত অভিনেত্রী। অভিনয় ছাড়াও তিনি মঞ্চ ও টিভিনাটক লিখেন ও পরিচালনা করেন। মঞ্চে অভিনয়ের পাশাপাশি মঞ্চনাটক পরিচালনাও করেন। তিনি ১৯৯৫ সাল থেকে তিনি 'নাগরিক নাট্যাঙ্গন'র সাথে জড়িত। এখানে তিনি একাধারে নাটক লেখেন, নির্দেশনা দেন ও অভিনয় করেন। গোলমাথা চোখামাথা, প্রাগৈতিহাসিকসহ তিনি বেশ কিছু উল্লেখযোগ্য  মঞ্চ নাটকে অভিনয় করেছেন। নাগরিক নাট্যাঙ্গন এর হয়ে তিনি প্রথম মঞ্চে নির্দেশনা দেন ‘গহর বাদশা ও বানেছা পরী’ নাটকটি। এরপর মঞ্চে নির্দেশনা দেন ‘৭১ ও একজন’ নাটকটি। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু ধারাবাহিক নাটক  লিখেছেন তিনি। এরমধ্যে আমাদের আনন্দবাড়ী, দেওয়াল, ইকারাসের ডানা ইত্যাদি উল্লেখযোগ্য। তাছাড়া  তিনি বিটিভির কিছু অনুষ্ঠান পরিচালনাও করেছেন।  এর মধ্যে উল্লেখযোগ্য 'নাইনটিন টুয়েন্টি' এবং 'মিডিয়া ভুবন'। ২০১৮-২০১৯ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ১৯৭১ সেইসব দিন এর সংলাপ ও চিত্রনাট্য করেছেন হৃদি হক। হ্নদি হক অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক: আমাদের আনন্দবাড়ী, উনিশ কুড়ি,দেয়াল, একারুসের ডানা, ১৯৭১ সেইসব দিনগুলি, শেষ বিকেলের গান, চক্রব্যুহ, বাবা, বর্ষার গল্প, লেডি ব্লু, মেয়ে ইত্যাদি। হ্নদি হকের জন্মদিনে আনন্দভুবনের  পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।


লেখা: শহিদুল ইসলাম এমেল