নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ৪০ বছরের পুরনো বিয়ের কেক

02 Aug 2021, 11:33 AM খবর শেয়ার:
নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ৪০ বছরের পুরনো বিয়ের কেক


ব্রিটিশ যুবরাজ চার্লস আর প্রিন্সেস ডায়ানার বিয়ের কেক নিলামে উঠতে চলেছে। কেকটি চল্লিশ বছরের পুরনো। সেটির জন্য আগামী ১১ আগস্ট নিলাম ডাকা হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন খবরটি প্রকাশ করেছে।

১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ে হয় রাজকুমারী ডায়ানার। সে সময় বিয়ে উপলক্ষে রাজপ্রাসাদে মোট ২৩টি কেক আনা হয়। এর মধ্যে এক টুকরো যত্ন করে রেখে দিয়েছিলেন রানির কর্মচারী মোয়রা স্মিথ। ২০০৮ সাল পর্যন্ত কেকটি তার কাছেই ছিল। পরে অন্য একজনের বাড়িতে এটি রাখা হয় কেকটি।

কেকের সেই টুকরোটিই আগামী ১১ আগস্ট নিলামে তুলতে যাচ্ছে নিলামকারী প্রতিষ্ঠান ডমিনিক উইন্টার। তারা আশা করছে, এটির দাম ৩০০ থেকে ৫০০ পাউন্ড পর্যন্ত উঠতে পারে। জানা গেছে, কেকের টুকরোটি যেভাবে রাখা হয়েছিল ঠিক একইরকমভাবে এখনো রয়েছে।

নিলাম প্রতিষ্ঠানটি জানিয়েছে, কেকটি এখনো ভালো রয়েছে। তবে এটি খাওয়ার ব্যাপারে মানুষকে সতর্ক করা হয়েছে।

বিয়ের অনুষ্ঠানে ডায়না ও চার্লস

এর আগে প্রিন্সেস ডায়ানার ব্যবহার করা একটি গাড়ি নিলামে ৫২ হাজার পাউন্ডে বিক্রি করা হয়। এটি কিনে নেয় দক্ষিণ আমেরিকার একটি জাদুঘর।