রশীদ করিমের জন্মদিন আজ

14 Aug 2021, 02:43 PM জন্মদিন শেয়ার:
রশীদ করিমের জন্মদিন আজ


বাংলাদেশের প্রথিতযশা ঔপন্যাসিক রশীদ করিম ১৯২৫ সালের ১৪ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত তৎকালীন ক্যালকাটা  ইসলামিয়া কলেজ (বর্তমানে যা মাওলানা আজাদ কলেজ নামে পরিচিত) থেকে তিনি স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন। তারপর ১৯৪৭ সালে স্বাধীনতার পরে ভারতবর্ষ ভাগ হয়ে গেলে রশীদ করিম সপরিবারে ঢাকায় চলে আসেন। রশীদ করিম ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের পথিকৃৎ। তার লেখার মূল উপজীব্য ছিল সাধারণ মধ্যবিত্ত বাঙালি সমাজ এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক অবস্থা। মানুষের জীবন যাপন, দৈনন্দিন সংকট, নানান চড়াই-উৎরাই তার উপন্যাস বা ছোটোগল্পের প্রধান বিষয়বস্তু। তার সাহিত্যজীবনকে তিনটি পর্বে ভাগ করা যায়। প্রথমটি ব্রিটিশ  পর্ব, দ্বিতীয়টি পাকিস্তান পর্ব এবং তৃতীয়টি তথা শেষ পর্বটি হলো বাংলাদেশ পর্ব। দেশভাগের স্মৃতি, রাজনৈতিক অবস্থান সবকিছুই তাঁর সাহিত্যে বারবার ঘুরে ফিরে এসেছে। এসবের মধ্যেও রশীদ করিম মানুষের কথা, তাদের বহুমাত্রিক সমস্যার কথা তুলে ধরতে ভোলেননি।

তার উল্লেখযোগ্য উপন্যাস হলো:

উত্তম পুরুষ (১৯৬১),  প্রসন্ন পাষাণ (১৯৬৩),

আমার যত গ্লানি (১৯৭৩),

প্রেম একটি লাল গোলাপ (১৯৭৮), সাধারণ লোকের কাহিনী (১৯৮১), একালের রূপকথা (১৯৮১), শ্যামা (১৯৮৪), বড়ই নিঃসঙ্গ (১৯৮৫),

মায়ের কাছে যাচ্ছি (১৯৮৯),

চিনি না (১৯৯০), পদতলে রক্ত (১৯৯০) এবং লাঞ্চ বক্স (১৯৯৩)

ছোটগল্প: প্রথম প্রেম (১৯৮৪),

প্রবন্ধগ্রন্থ: আর এক দৃষ্টিকোণ (১৯৮৯), অতীত হয় নূতন পুনরায় (১৯৯২) এবং

মনের গহনে তোমার মুরতিখানি (১৯৯২) 

আত্মজীবনী :  জীবন মরণ (১৯৯৯)। 

বাংলাসাহিত্যে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রশীদ করিম ১৯৬১ সালে আদমজী পুরস্কার,

১৯৭২ সালে  বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, এবং

১৯৮৪ সালে একুশে পদক লাভ করেন। রশীদ করিম ২০১১ সালের ২৬ নভেম্বর ৮৬ বছর বয়সে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারপ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৬ বছরের জীবনে তিনি বাংলা সাহিত্যে রেখে গেছেন অনন্যসাধারণ কিছু সাহিত্যকর্ম। যার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। আজ রশীদ করিমের জন্মদিন। বিখ্যাত এই  সাহিত্যিকের জন্মদিনে আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি...


লেখা: শহিদুল ইসলাম এমেল