সেলিম আল দীনের জন্মদিন আজ

18 Aug 2021, 12:54 PM জন্মদিন শেয়ার:
সেলিম আল দীনের জন্মদিন আজ


 নাট্যকার ও গবেষক সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট, ফেনীর সোনাগাজী থানার সেনেরখীল গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা  মফিজউদ্দিন আহমেদ ও ফিরোজা খাতুনের তৃতীয় সন্তান তিনি ৷ সেলিম আল দীনের বাবা একজন  সরকারি কর্মকর্তা ছিলেন। বাবার চাকরির বদলিজনিত কারণে তাকে ঘুরতে হয়েছে বহু জায়গায়। তার শৈশব-কৈশোর কেটেছে ফেনী, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরের বিভিন্ন স্থানে৷ তাই এসব জায়গার বিভিন্ন স্কুলে পড়াশোনাও করতে হয়েছে তাকে৷ সেলিম আল দীন ১৯৬৪ সালে ফেনীর সেনেরখীলের মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৬ সালে ফেনী কলেজ থেকে এইচএসসি পাস করেন৷ ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন ৷ দ্বিতীয় বর্ষে পড়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে গিয়ে ভর্তি হন টাঙ্গাইলের করোটিয়ায় সাদত কলেজে৷ সেখান থেকে স্নাতক পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মধ্যযুগের বাঙলা নাট্যের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। সেলিম আল দীন

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন। যুক্ত হন ঢাকা থিয়েটারে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে যোগ দেন বিজ্ঞাপনী সংস্থা বিটপীতে কপিরাইটার হিসেবে। তারপর ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা শুরু করেন। মধ্যযুগের বাংলা নাট্যরীতি নিয়ে গবেষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশে একমাত্র বাংলা নাট্যকোষেরও  প্রণেতা। তিনি আদিবাসী জনগোষ্ঠীর জীবনাচরণকেন্দ্রিক নিও এথনিক থিয়েটারেরও উদ্ভাবনকারী। উপন্যাসের মঞ্চভ্রমণ শিরোনামে তিনি 'কাঁদো নদী কাঁদো'সহ কয়েকটি উপন্যাসকে মঞ্চস্থ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সেলিম আল দীনের  সম্পাদনায় ‘থিয়েটার স্ট্যাডিজ’ নামে পত্রিকা প্রকাশিত হতো নাট্যতত্ত্ব বিভাগ থেকে। তাঁর অধীনে অনেক গবেষক গবেষণা করে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। সেলিম আল দীন ১৯৮১-৮২ সালে নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার। গ্রাম থিয়েটারের প্রথম সংগঠন হিসসবে গড়ে তোলেন মানিকগঞ্জের ‘তালুকনগর থিয়েটার’।

তার প্রথম রেডিও নাটক 'বিপরীত তমসায়' ১৯৬৯ সালে এবং টেলিভিশন নাটক আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় লিব্রিয়াম (পরিবর্তিত নাম ঘুম নেই) প্রচার হয় ১৯৭০ সালে। আমিরুল হক চৌধুরী নির্দেশিত এবং বহুবচন প্রযোজিত প্রথম মঞ্চনাটক 'সর্প বিষয়ক গল্প' মঞ্চায়ন করা হয় ১৯৭২ সালে। তিনি শুধু নাটক রচনার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, তিনি বাংলা ভাষার একমাত্র নাট্যবিষয়ক কোষগ্রন্থ বাংলা নাট্যকোষ সংগ্রহ, সংকলন, প্রণয়ন ও সম্পাদনা করেছেন। সেলিম আল দীনের উল্লেখযোগ্য নাটক: 'কীত্তনখোলা’, ‘বাসন’, ‘আততায়ী’, ‘কেরামত মঙ্গল’, ‘হাত হদাই’, ‘যৈবতী কন্যার মন’, ‘সর্পবিষয়ক গল্প’, ‘জন্ডিস, বিবিধ বেলুন’, ‘মূল সমস্যা’,  ‘মুনতাসির ফ্যান্টাসি’,  ‘শকুন্তলা’, ‘হরগজ’, ‘ধাবমান’, ‘স্বর্ণবোয়াল’, ‘পুত্র’, ‘বনপাংশুল’,  ‘ঊষা উৎসব’ 'প্রাচ্য' এবং 'চাকা।'


সেলিম আল দীন ১৯৮৪ সালে বাংলা একাডেমি পুরস্কার, ২০০২ সালে কথাসাহিত্য পুরস্কার, ১৯৯৪ সালে নান্দিকার পুরস্কার, ১৯৯৪ সালে শ্রেষ্ঠ টেলিভিশন নাটক রচয়িতার পুরস্কার এবং একই বছর শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২০০১ সালে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার এবং ২০০৭ সালে একুশে পদক লাভ করেন।

দেশজ নাটক ও সংস্কৃতির অনুসন্ধানী এই পথিকৃৎ ২০০৮ সালের ১৪ জানুয়ারি  ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মদিন। জন্মদিনে আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি...

লেখা: শহিদুল ইসলাম এমেল