নাদিয়া আহমেদের জন্মদিন আজ

31 Aug 2021, 12:38 PM জন্মদিন শেয়ার:
নাদিয়া আহমেদের জন্মদিন আজ

ছোটোপর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ ৩১ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন।বর্তমানে বসবাস করছেন উত্তরাতে। বাবা নাজির আহমেদ ও মা আফরোজা আক্তার। নাদিয়া ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেন। পরবর্তীসময়ে তিনি সিটি কলেজ থেকে গ্রাজুয়েশন করেন। নাচ দিয়ে শুরু হয়েছিল নাদিয়া আহমেদের শোবিজ ক্যারিয়ার। তারপর ১৯৮৬ সালে বিটিভির শিশুতোষ অনুষ্ঠান 'শিশুমেলা' দিয়ে তার ছোটোপর্দায় অভিষেক ঘটে। লাস্যময়ী চেহারা, সদাহাস্যজ্জল মিষ্টি হাসি আর নিপুণ অভিনয় দক্ষতার গুনে অল্প সময়ের মধ্যেই নাদিয়া আহমেদ ছোটোপর্দার দর্শকদের কাছে জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন। নাদিয়া অভিনীত উল্লেখযোগ্য নাটক- 'বার রকমের মানুষ', ‘দূরের মানুষ’, ‘নীল রঙের গল্প’, ‘চার কন্যা’, ‘অবশেষে কাছে এসে’, ‘নীল মেঘ কুয়াশা আর ভালোবাসা’, ‘পাগলা হাওয়ার দিন’, ‘ওরা বখাটে’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘অল্প স্বল্প গল্প’, 'বৃষ্টিদের বাড়ি', 'বাবুই পাখির বাসা', 'চাইল্ডহুড লাভ',

'রবিনহুড আসে নাই তাই',

'ব্লাইন্ডনেস', 'স্বাস্থ্যই সকল সুখের মূল', 'তোর কপালে দুঃখ আছে', 'স্বীকৃতি', 'তোমায় হৃদ মাঝারে রাখবো' ইত্যাদি।

আজ নাদিয়া আহমেদের জন্মদিন। বিশেষ এই দিনে আনন্দভুবনের পক্ষ থেকে তার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা।


লেখা: শহিদুল ইসলাম এমেল