নুসরাত ফারিয়ার জন্মদিন আজ

08 Sep 2021, 12:46 PM জন্মদিন শেয়ার:
নুসরাত ফারিয়ার জন্মদিন আজ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জন্মদিন আজ। নুসরাত ফারিয়া ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর, চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে ঢাকার আর্মি ক্যান্টনমেন্টে। বর্তমানেও সেখানেই বসবাস করছেন। তার দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ায় ঢাকা সেনানিবাসে তাদের বসবাস। বিজ্ঞাপনচিত্রে গ্লামারাস  উপস্থিতি এবং ভিন্নধর্মী উপস্থাপনার দরুন খুব অল্প সময়ের মধ্যেই তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত 'আশিকী' চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড়ো পর্দায় অভিষেক ঘটে নুসরাত ফারিয়ার। 'আশিকী' চলচ্চিত্রের মাধ্যমেই জনপ্রিয় উপস্থাপিকা থেকে নায়িকা হিসেবে পথচলা শুরু হয় তার। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন তিনি। প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল, পাঁচ বছরের ক্যারিয়ারে ফারিয়া অভিনয় করেছেন বেশ কিছু বড়ো বাজেটের সিনেমাতে। এর মধ্যে ২০১৬ সালে মুক্তি পায় তার দুটি সিনেমা ‘হিরো ৪২০’ ও ‘বাদশা দ্য ডন’৷ ২০১৭ সালে মুক্তি পায় ‘প্রেমী ও প্রেমী’৷ এরপর পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পায় ‘ধ্যাততেরিকী’ ঈদুল ফিতরে মুক্তি পায় ‘বস ২’৷ একই বছরের শুরুতে মুক্তি পায় ‘ইন্সপেক্টর নটি কে’৷ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৫ সালে 'আশিকী' ছবির জন্য শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী [চলচ্চিত্র এবং টেলিভিশন] বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার এবং ২০১৭ সালে 'বাদশা-দ্য ডন' চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনয়শিল্পী [বাংলাদেশ] বিভাগে টেলি সিনে অ্যাওয়ার্ড অর্জন  করেন। 

নুসরাত ফারিয়া আরজে হিসেবে কাজের মধ্য দিয়ে শোবিজ জগতে আগমন করেন। আরটিভির ‘ঠিক বলছেন তো‘ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনায় আসেন নুসরাত ফারিয়া। ২০১২ সালে এনটিভির ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটি করে ফারিয়া সবার নজর কাড়েন। এরপর ২০১৩ সালের জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি। তার উপস্থাপিত বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে আরটিভির ‘লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া’, এসএ টিভির ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’, এটিএন বাংলার ‘ট্রেন্ড’, জিটিভির ‘লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার’ এবং এনটিভির ‘স্টাইল অ্যান্ড ট্রেন্ড’, রেডিও ফুর্তিতে ‘নাইট শিফট উইথ ফারিয়া’ ইত্যাদি। এছাড়া নুসরাত ফারিয়া ‘ডোর’ নামে ফ্যাশন হাউজের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেলসহ বেশকিছু বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। নুসরাত ফারিয়ার জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।


লেখা: শহিদুল ইসলাম এমেল