রেখার জন্মদিন আজ

10 Oct 2021, 01:21 PM জন্মদিন শেয়ার:
রেখার জন্মদিন আজ

জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী রেখা, তামিল চলচ্চিত্র অভিনেতা জেমিনি গণেশন ও তেলুগু অভিনেত্রী পুষ্পাভ্যাল্লীর ঘরে ভারতের চেন্নাইয়ে (পরে মাদ্রাজ) ১৯৫৪ সালে ১০ অক্টোবর, জন্মগ্রহণ করেন। বড়ো হয়ে রেখা তার বাবার পথ অনুসরন করেন। যদিও তিনি অর্ধেক তামিল আর অর্ধেক তেলুগু। তবে রেখা  তার বাড়িতে তেলুগু ভাষাতেই কথা বলেন। এছাড়াও রেখা ইংরেজি, হিন্দি এবং উর্দু ভাষায় অনর্গল কথা বলতে পারেন। রেখা ১৯৬৬ সালে  'রাঙ্গুলারত্নম' নামে একটি তেলুগু ছবিতে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে  চলচ্চিত্রে অভিনয়-জীবন শুরু করেন আর নায়িকা হিসেবে তার যাত্রা শুরু হয় ১৯৭০ সালে  'শাওনভাদো' নামে একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তারপর অল্প সময়ের মধ্যে পরিচিতি পেয়ে যান তিলোত্তমা-চিরসবুজ এই অভিনেত্রী। রেখার ব্যক্তিত্ব, সৌন্দর্য, হাসি, চাহনি, অভিনয় বশ করে নিয়েছিল কোটি যুবকের হৃদয়। তিনি প্রায়ই তার সৌন্দর্য নিয়ে মিডিয়ায় আলোচনায় থাকতেন। তারপর যখন তিনি প্লাস্টিক সার্জারি সম্পন্ন করেন, তখন ভারতীয় মিডিয়া তাকে যৌন আবেদনের প্রতীক হিসেবে আখ্যায়িত করে। ৪০ বছরের অভিনয়-জীবনে রেখা প্রায় ২০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রেখা অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে 'দো আনজানে', 'ঘর', 'মুকাদ্দার কা সিকান্দার', 'খুবসুরাত', 'সিলসিলা', 'বসিরা', 'উৎসব', 'খুন ভারি মাং', 'ইজাজাত', 'উমরাওজান', 'কামাসূত্র', 'জুবায়দা' ইত্যাদি। রেখা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ও একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জতেন। এছাড়া ১৯৮১ সালে 'উমরাহ জান' চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১০ সালে ‘পদ্মশ্রী’ সম্মাননা লাভ করেন। রেখার জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।


লেখা: শহিদুল ইসলাম এমেল