চিরনিদ্রায় হাসান আজিজুল হক

16 Nov 2021, 04:30 PM শ্রদ্ধাঞ্জলি শেয়ার:
চিরনিদ্রায় হাসান আজিজুল হক

দেশবরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ১৫ নভেম্বর, সোমবার রাত সোয়া ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে নিজ বাসভবনে মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়েস ছিল ৮২ বছর। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে যান। স্ত্রী শামসুন্নাহার কয়েক বছর আগেই মারা যান। কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। অধ্যাপক হাসান আজিজুল হকের ছেলে অধ্যাপক ইমতিয়াজ হাসান জানান, মঙ্গলবার বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা হয় । ২১ আগস্ট অধ্যাপক হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তিনি অনেকটা সুস্থ হয়ে ৯ সেপ্টেম্বর রাজশাহীতে ফেরেন। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের জন্ম ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যব গ্রামে। রাজশাহী কলেজ থেকে দর্শনশাস্ত্রে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। অবসর নেন ২০০৪ সালে। ২০০৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার পদের জন্য মনোনীত হন এবং দায়িত্ব পালন করেন। অবসর জীবন কাটাচ্ছিলেন লেখালেখি করে। হাসান আজিজুল হক একুশে পদকসহ আনন্দ পুরস্কার পেয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাবি শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে বসবাস করেন। তাঁর মৃত্যুতে আনন্দভুবন পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।