বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে ঢাবি-র স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘পঞ্চাশে বিজয় আবৃত্তি’

22 Dec 2021, 03:35 PM খবর শেয়ার:
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে ঢাবি-র স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘পঞ্চাশে বিজয় আবৃত্তি’

জাতির শ্রেষ্ঠ গৌরব মহান স্বাধীনতা। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে নানা আনন্দ আয়োজনে সেই গৌরব উদযাপন করছে জাতি।বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ দেশজুড়ে আয়োজন করেছে ‘পঞ্চাশে বিজয় আবৃত্তি'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ২১ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ঢাকা অঞ্চলের অনুষ্ঠান শুরু হয়। এ আয়োজনে বীর মুক্তিযোদ্ধার আলোচনা ও দলীয় আবৃত্তি পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ইকবাল খোরশেদ। আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীক। দলীয় আবৃত্তি পরিবেশন করে ঢাকা মহানগরের ৯টি আবৃত্তি সংগঠন।


হাবিবুল আলম বীর প্রতীক

ইকবাল খোরশেদ

আবৃত্তি সংগঠন গুলো হলো- স্বরকল্পন আবৃত্তিচক্র, সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, স্বরব্যঞ্জন, জলার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, মিথস্ক্রিয়া আবৃত্তি পরিসর, গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা, হৃদয়বৃত্তি সাংস্কৃতিক সংঘ ও বৈঠক।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সম্পাদক আজহারুল হক আজাদ। সঞ্চালনায় ছিলেন আহসান উল্লাহ তমাল।